দক্ষিণবঙ্গ

কিশোরকে গাছে বেঁধে মার, ব্লেড দিয়ে আঘাত, ধৃত ধুবুলিয়ার বড় ‘কমরেড’

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: সিপিএমের পার্টি অফিস সাজাতে আনা হয়েছিল ফুলের চারা গাছ। অভিযোগ, সেই চারা গাছ নষ্ট করে দেয় বছর ষোলোর এক কিশোর। এটাই নাকি তার ‘অপরাধ’। আর সেই অপরাধের বিচার কী হবে, তাও নির্ধারণ করে সিপিএমের ক্যাডার বাহিনী। শাস্তিস্বরূপ ওই কিশোরকে গাছে বেঁধে বেধড়ক মারধর করে ‘কমরেডরা’। এমনকী ব্লেড দিয়ে তাঁর সারা শরীর রক্তাক্ত করে দেওয়া হয়। বর্তমানে গুরুতর জখম অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন ওই কিশোর। বলাবাহুল্য, মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছে সে। শুক্রবার ঘটনাটি ঘটেছে ধুবুলিয়া থানার অন্তর্গত সোনডাঙা পাণ্ডবতলা এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার রাতেই কিশোরের পরিবারের তরফ থেকে ছয়জনের বিরুদ্ধে ধুবুলিয়া থানায় লিখিত অভিযোগ করা হয়। যার ভিত্তিতে লাল পার্টির সোনডাঙার শাখা সম্পাদক শহিদ লায়লা শেখকে পুলিস গ্রেপ্তার করেছে। শনিবার তাকে কৃষ্ণনগর আদালতে তোলা হয়। বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। যদিও গোটা বিষয়টাকেই ‘সাজানো’ ঘটনা হিসেবে আমল দিতে চাইছে না সিপিএম।
 এ ব্যাপারে মন্ত্রী তথা কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার বিধায়ক উজ্জ্বল বিশ্বাস বলেন, বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই পরিবারকে নিয়ে আমরা ধুবুলিয়া থানাতে এফআইআর করাই। সামান্য ক’টা চারা গাছ নষ্ট করার জন্য একটা বাচ্চা ছেলেকে সিপিএমের লোকজন নির্মমভাবে মারধর করেছে। সিপিএম নিজেদের রূপ ও তাদের কালচার দেখাচ্ছে। বাংলাতে ওদের জামানাত বাজেয়াপ্ত হয়েছে।
কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার অন্তর্গত বেলপুকুর পঞ্চায়েত‌। সেই পঞ্চায়েতের পাণ্ডবতলা এলাকায় দীর্ঘদিনের একটি সিপিএমের পার্টি অফিস রয়েছে। সম্প্রতি সেই পার্টি অফিস সাজানোর জন্য কিছু চারাগাছ আনা হয়েছিল। সেগুলি পার্টি অফিসের পাশেই একটি দোকানে রাখা ছিল। বৃহস্পতিবার রাতের অন্ধকারে এলাকার কিছু যুবক সেই চারা গাছ নষ্ট করে দেয়। শুক্রবার সকালে তা দেখে সিপিএমের নেতা ও কর্মীরা ক্ষুব্ধ হন। তারপর সেখানকার সিসিটিভি ফুটেজ দেখার চেষ্টা করেন। এরপর অনুমান করে শুক্রবার সকাল পৌনে আটটা নাগাদ বছর ষোলোর সেই কিশোরকে পাকড়াও করে সিপিএমের লোকজন। গাছে বেঁধে বেধড়ক মারধর করা হয়। একটি ধারালো ব্লেড দিয়ে ওই কিশোরের শরীরে আঘাত করা হয়। তারপর স্থানীয় কিছু লোকজন ওই কিশোরকে উদ্ধার করে ধুবুলিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার পর ওই কিশোরের পরিবারের তরফ থেকে থানায় অভিযোগ করা হলে, শুক্রবার রাতে সোনডাঙার সিপিএমের শাখা সম্পাদক শহিদ লায়লা শেখকে পুলিস গ্রেপ্তার করে। 
জখম কিশোর হাসপাতালে শয্যাশায়ী অবস্থায় বলে, সিপিএমের পার্টি অফিসের চারাগাছ অন্য কেউ ভেঙেছে। ওরা ভুল বুঝে আমাকে গাছে বেঁধে মারধর করে। আমরা গায়ের উপর ব্লেড চালিয়ে দেয়। আমার বুকে আর মাথায় চোট লেগেছে। তবে সারা শরীরে খুব ব্যথা রয়েছে।
ওই কিশোরের বাবা বলেন, ছেলে সকালবেলা একটু বেরিয়েছিল। রাস্তার ধারেই এক জায়গায় বসেছিল। সেখান থেকে মারতে মারতে ওরা টেনে আনে। তারপর গাছে বেঁধে খুব মারধর করা হয়। আমার ছেলেকে নৃশংসভাবে মেরেছে। তার বিচার চাই।
ধুবুলিয়ার বেলপুকুর এলাকার সিপিএমের এরিয়া কমিটির সম্পাদক নুর মোহাম্মদ শেখ বলেন, এটা একটা সাজানো মিথ্যা মামলা। পার্টি অফিসের সামনে কিছু চারা গাছ ছিল। তৃণমূলের মদতপুষ্ট হয়ে সেটাই ওই ছেলেটা তুলেছিল। যার জন্য ওই ছেলেটাকে ধরে একটা থাপ্পড় মারা হয়েছে। ছেলেটা নিজেই ব্লেড দিয়ে নিজেকে আঘাত করে। -নিজস্ব চিত্র
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চশিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষায় দিনটি শুভ। কর্মস্থলে বড় কোনও পরিবর্তন নেই। আর্থিক দিক অপেক্ষাকৃত শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬৭ টাকা৮৫.৪১ টাকা
পাউন্ড১০৪.৫৫ টাকা১০৮.২৭ টাকা
ইউরো৮৬.৮৯ টাকা৯০.২৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
23rd     November,   2024
দিন পঞ্জিকা