দক্ষিণবঙ্গ

রামপুরহাটে পুনরুজ্জীবিত ‘সুফল বাংলা’, ফের চালু ভ্রাম্যমাণ স্টলও

সংবাদদাতা, রামপুরহাট: সব্জির দাম আকাশছোঁয়া। বাজার করতে গিয়ে মুখ শুকিয়ে বাড়ি ফিরছে মধ্যবিত্ত। এই পরিস্থিতি চলতে থাকলে না খেয়ে মরতে হবে বলে মনে করছেন স্বল্পআয়ের মানুষরা। এই অবস্থা থেকে রামপুরহাটের মানুষকে রেহাই দিতে এগিয়ে এল রাজ্য সরকার। মঙ্গলবার থেকে রামপুরহাটে পুনরায় চালু হচ্ছে সুফল বাংলার ভ্রাম্যমাণ স্টল। বর্তমান কাগজের খবরের জেরে ধুঁকতে থাকা রামপুরহাটের একমাত্র সুফল বাংলার স্টলটিকেও পুনুরুজ্জীবিত করা হল। 
জেলা এগ্রি মার্কেটিং আধিকারিক রাজেশ চট্টোপাধ্যায় বলেন, রামপুরহাটে স্থায়ী স্টলটিকে পুনুরুদ্ধারে উদ্যোগ নেওয়া হয়েছে। এখন বিক্রিবাটাও খারাপ হচ্ছে না। কোল্ড স্টোরেজ থেকে সরাসরি আলু দিচ্ছি স্টলে। ২৫ টাকা কেজি দরে মানুষ কিনতে পারবেন। এছাড়া স্থানীয় চাষিদের কাছ থেকে সব্জি কিনে বিক্রি করা হচ্ছে। এছাড়া রামপুরহাটে ভ্যাম্যমাণ স্টলও পুনরায় চালু করা হচ্ছে। মঙ্গলবার থেকেই সেটি চালু হয়ে যাবে। সেখানেও ২৫ টাকা কেজি আলু সহ অন্যান্য সব্জি কিনতে পারবেন মানুষ। তিনি বলেন, স্টলে বাঙালির প্রিয় খেজুর গুড় ও মধুও রাখা হবে।
বাজার থেকে কিছুটা কম দামে সরকারি এই স্টল থেকে সব্জি পাওয়া যায়। কিন্তু বেশ কয়েকমাস ধরেই রামপুরহাট শহরের একমাত্র  সুফল বাংলার স্টলে পণ্য মিলত না। কিছু শুকনো সব্জি মাঝেসাঝে দেখা যেত। স্টল চত্বর স্থানীয়দের কাপড় শুকোনোর জায়গা হয়ে উঠেছিল। স্টলের পিছনেই পুরসভা, আর কয়েকহাত দূরে মহকুমা প্রশাসনিক ভবন। তা সত্বেও স্টলের এই অবস্থা নিয়ে প্রশ্ন তোলেন স্থানীয় মানুষরা। গত মঙ্গলবার সেই খবর তুলে ধরা হয় বর্তমান পত্রিকায়। তাতে নড়েচড়ে বসে প্রশাসন। অবশেষে সেই স্টল এখন নানারকম সব্জি ও পণ্যে ঠাসা। খদ্দেরদের আনাগোনা শুরু হয়েছে। তবে সব সব্জির দাম যে বাজার থেকে অনেকটা কম তা নয়। যেমন কেজি প্রতি আলু বাজারে ৩২ টাকা। স্টলে সেটাই ২৫ টাকা। বাজার থেকে ১০ টাকা কমে ৫০ টাকা কেজি পেঁয়াজ। রসুন বাজারের দামেই পাওয়া যাচ্ছে স্টলে। আদা, টামেটো যথাক্রমে ৭০ ও ৪০ টাকা কেজি। বাজারেও একই দাম। শুকনো ফুলকপি প্রতি পিস ২০ টাকা। বাঁধাকপি ২৫ টাকা কেজি। মসুরির ডাল ১৩০ টাকা কেজি। মুগ ১৩৮ টাকা কেজি। এছাড়া গোবিন্দভোগ, তুলাইপাঞ্জি সহ নানা রকমের চাল ও নিত্যপ্রয়োজনীয় জিনিস পুনরায় মিলবে এই স্টল থেকে। রবিবার থেকে মাইকিং করে ঢালাও প্রচারও শুরু হয়েছে। স্টলটির দায়িত্বে থাকা কাঞ্চন মণ্ডল বলেন, যে পণ্যগুলির দাম এখন বাজারের সমান, দু’-একদিনের মধ্যেই সেগুলির দাম কমিয়ে আনা হবে। সেই সঙ্গে তিনি বলেন, স্টলের বাইরে শেড করে মাছ, মাংস বিক্রিরও ব্যবস্থা করা হবে। - নিজস্ব চিত্র
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চশিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষায় দিনটি শুভ। কর্মস্থলে বড় কোনও পরিবর্তন নেই। আর্থিক দিক অপেক্ষাকৃত শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬৭ টাকা৮৫.৪১ টাকা
পাউন্ড১০৪.৫৫ টাকা১০৮.২৭ টাকা
ইউরো৮৬.৮৯ টাকা৯০.২৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
23rd     November,   2024
দিন পঞ্জিকা