দক্ষিণবঙ্গ

স্টুডেন্ট ক্রেডিট কার্ড দিতে আজ, সোমবার থেকে স্পেশাল ক্যাম্প

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে আজ, সোমবার থেকে ২৯ নভেম্বর পর্যন্ত বিশেষ ক্যাম্প করবে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। বেশি সংখ্যক পড়ুয়াদের এই কার্ডের সুবিধা পাইয়ে দেওয়া প্রশাসনের লক্ষ্য। জেলায় এখনও চার হাজার ২১৮জন পড়ুয়া এই কার্ড পেয়েছেন। প্রায় ১০৩ কোটি টাকার লোন পড়ুয়া পেয়েছেন। পূর্ব বর্ধমান জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শান্তনু কোনার বলেন, এখন উচ্চশিক্ষার জন্য‌ আর পড়ুয়াদের অভিভাবকদের চিন্তা করতে হয় না। রাজ্য সরকারের স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে লোন নিয়ে অনেকেই ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং পড়ছে। আগামী দিনে যাতে আরও বেশি পড়ুয়া স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে লোন পেতে পারে তার ব্যবস্থা করা হবে। পড়ুয়াদের যাতে অসুবিধা না হয়, তারজন্য ব্যাঙ্কগুলির সঙ্গে বৈঠক করা হবে।
তবে পড়ুয়াদের একাংশের অভিযোগ, আবেদন করার পরেও লোন পাওয়া যাচ্ছে না। ব্যাঙ্কে গিয়ে বারবার ঘুরে আসতে হচ্ছে। প্রথম দিকে এই প্রকল্পের সুবিধা ভালোই পাওয়া গিয়েছিল। আবেদন করে অনেকেই কার্ড পেয়েছিলেন। কিন্তু, এখন তা পেতে সমস্যা হচ্ছে। এক আধিকারিক বলেন, ব্যাঙ্কগুলি তেমনভাবে সহযোগিতা না করার জন্য সমস্যা হচ্ছে। মাঝে বেশ কয়েকবার বৈঠক করে সমস্যা মেটানো হয়েছিল। কিন্তু, তারপর সেই একই অবস্থা। আবার যাতে ব্যাঙ্কগুলি লোন দিতে উদ্যোগী হয় তারজন্য বৈঠক করা হবে।
পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার বলেন, আগে অর্থের অভাবে অনেক মেধাবী পড়ুয়া উচ্চশিক্ষা পেত না। মাঝপথে তাদের স্বপ্ন ভেঙে যেত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পড়ুয়াদের কথা ভেবে একাধিক প্রকল্প চালু করেছেন। কন্যাশ্রী প্রকল্পে মেয়েরা আর্থিক সহয়তা পাচ্ছেন। স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে ১০ লক্ষ টাকা লোন পাওয়া যায়। চাকরি পাওয়ার পর অনেকে লোন মেটাচ্ছেন। আগে এই সুবিধা ছিল না। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পুজোর ছুটির আগে অনেকেই এই কার্ডের জন্য আবেদন করেছিলেন। তাঁদের কার্ড অনুমোদন দেওয়া হবে। তবে এই কার্ড থেকে লোন পাওয়ার পর টাকা শুধু পড়াশোনার জন্যই খরচ করা যাবে। অন্য কোনও খাতে খরচ হলে পদক্ষেপ নেওয়া হবে। ধাপে ধাপে লোন পাওয়া যাবে। ব্যাঙ্কে প্রতিবারই শিক্ষা সংক্রান্ত নথি জমা করতে হবে। তাছাড়া পড়াশোনার জন্য টাকা ব্যয় হচ্ছে কি না সেদিকে আধিকারিকরাও নজর রাখবেন। আধিকারিক দাবি,  লোন নিয়ে অনেকে চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। কেউ কেউ সফল হয়েছেন। আগামী দিনে জেলায় আরও কয়েক হাজার পড়ুয়াকে এই কার্ডের সুবিধা দেওয়ার টার্গেট জেলা প্রশাসনের রয়েছে। - প্রতীকী ছবি
2h 2m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চশিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষায় দিনটি শুভ। কর্মস্থলে বড় কোনও পরিবর্তন নেই। আর্থিক দিক অপেক্ষাকৃত শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬৭ টাকা৮৫.৪১ টাকা
পাউন্ড১০৪.৫৫ টাকা১০৮.২৭ টাকা
ইউরো৮৬.৮৯ টাকা৯০.২৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
23rd     November,   2024
দিন পঞ্জিকা