দক্ষিণবঙ্গ

দু’টি কন্যাসন্তান জন্মানোয় স্ত্রীর চুল কেটে মারধর ভগবানগোলায়

সংবাদদাতা, লালবাগ: পর পর দু’টি কন্যা সন্তান হওয়ায় গৃহবধূকে মারধর করে চুল কেটে নেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। জখম অবস্থায় ওই গৃহবধূ কানাপুকুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে ভগবানগোলা থানার পুরাতন কাশিয়াডাঙায়। 
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাত বছর আগে তাঁদের বিয়ে হয়। বিয়ের পর কয়েক বছর ভালোই কাটছিল। কিন্তু ছন্দপতন হয় দু’টো কন্যাসন্তান জন্মানোর পর। শুরু হয় গৃহবধূর উপর মানসিক ও দৈহিক অত্যাচার। স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে দুই মেয়েকে নিয়ে বেশ কয়েকবার বাপের বাড়িতে চলে আসেন ওই গৃহবধূ। অভিযোগ, গৃহবধূর মা-বাবা মেয়ের উপর অত্যাচারের প্রতিবাদ করলে তাঁদেরও অকথ্য ভাষায় গালিগালাজ করত অভিযুক্ত স্বামী। গৃহবধূ বলেন, পর পর দুটো মেয়ে হওয়ার পর থেকেই আমার উপর মানসিক ও দৈহিক অত্যাচার শুরু হয়। প্রায় প্রতিদিন রাতে নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে এসে মারধর এবং গালিগালাজ করত। প্রতিবাদ করলে প্রাণে মেরে ফেলার হুমকি দিত। তা সত্ত্বেও দুটো মেয়ের মুখের দিকে তাকিয়ে মুখ বুজে সব সহ্য করে থাকতাম। দেড় মাস আগে প্রচণ্ড মারধর করে, গলা টিপে ধরে। প্রতিবেশীরা ছুটে এসে বাঁচায়। ওই ঘটনার পরই বাপের বাড়িতে চলে যাই। পাঁচদিন আগে ফিরে আসি। কিন্তু ওইদিন থেকেই আবার মারধর শুরু করে। শুক্রবার রাতে অত্যাচার চরম সীমায় ওঠে। ঘর বন্ধ করে মারধর করা হয়। বুকে, পেটে কিল, ঘুসি ও লাথি মারে। চুল কেটে দেয়। আমি আমার স্বামীর চরম শাস্তির দাবি জানাচ্ছি। গৃহবধূর মায়ের অভিযোগ, মাস তিনেক আগে মেয়ের মুখে অত্যাচারের খবর পেয়ে ছুটে গিয়েছিলাম। প্রতিবাদ করায় আমাকেও অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমি জামাইয়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। ভগবানগোলা থানার এক পুলিস আধিকারিক বলেন, এখনও অভিযোগ হয়নি। অভিযোগ হলে তদন্ত করে দেখা হবে।  -নিজস্ব চিত্র
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চশিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষায় দিনটি শুভ। কর্মস্থলে বড় কোনও পরিবর্তন নেই। আর্থিক দিক অপেক্ষাকৃত শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬৭ টাকা৮৫.৪১ টাকা
পাউন্ড১০৪.৫৫ টাকা১০৮.২৭ টাকা
ইউরো৮৬.৮৯ টাকা৯০.২৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
23rd     November,   2024
দিন পঞ্জিকা