দক্ষিণবঙ্গ

আবাসের টাকায় দলীয় সমর্থকের প্রাসাদোপম বাড়ি, বিড়ম্বনায় তৃণমূল

সংবাদদাতা, ঘাটাল: আবাস যোজনায় তিন তলা পাকা বাড়ি। সেই পেল্লাই বাড়ির ছবি দেখে চক্ষু ছানাবড়া ঘাটাল শহরের বাসিন্দাদের। ঘাটাল পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের গণেশ সাউয়ের প্রাসাদোপম টাইলস বসানো আবাস যোজনার ওই বাড়িই এখন চর্চার কেন্দ্রে। কারণ, গণেশবাবুর আর্থিক অবস্থা খুবই ভাল। তাঁকে কেনই বা আবাস যোজনার টাকা দেওয়া হয়েছিল, প্ল্যান না পাস করে কী করেই বা তিনি ওই প্রকল্পের নক্সার উপর বাড়ি তুললেন, তা নিয়েই প্রশ্ন উঠছে। ওই ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলার প্রভাতী জানা বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, ‘ওই বিশালাকার বাড়িটি গণেশবাবুর। তিনি আবাস যোজনার টাকা পাওয়ার পরই বাড়ির কাজ শুরু করেছিলেন। তবে ঘটনাটি আমার আমলে হয়নি।’ আবাস যোজনার অত বাড়ি দেখে বিড়ম্বনায় পড়েছে তৃণমূল নেতৃত্ব। ঘাটাল শহর তৃণমূলের সভাপতি অরুণকুমার মণ্ডল বলেন, ‘গণেশবাবুর বাড়ির ছবি দেখে আমিও অবাক হয়ে গিয়েছি। কী করে এই ঘটনা ঘটল তা আমি খোঁজ নিয়ে মন্তব্য করব।’
তৃণমূলের অন্ধ সমর্থক হিসেবে পরিচিত গণেশবাবুকে কয়েক বছর আগে আবাস যোজনার টাকা পাইয়ে দেওয়া হয়। সিপিএমের ঘাটাল এরিয়া কমিটির সম্পাদক চিন্ময় পালের অভিযোগ, ওই ওয়ার্ডে এখনও এমন প্রচুর পরিবার রয়েছেন যাঁদের অবিলম্বে আবাস যোজনার অনুদান প্রয়োজন। কিন্তু তৃণমূলের সমর্থক হওয়ার সুবাদে গণেশবাবুর আর্থিক অবস্থা খুবই ভাল থাকা সত্ত্বেও তাঁকে তড়িঘড়ি আবাস যোজনার বাড়ি পাইয়ে দেওয়া হয়। আবাস যোজনার বাড়ি নির্মাণে পুরসভার কাছ থেকে প্ল্যান পাস করাতে হয় না। স্থানীয় বাসিন্দারাদের অভিযোগ, গণেশবাবু আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পাওয়ার পরই সেখানে একটি বড় বাড়ির ভিত্তি স্থাপন করেন। আবাস যোজনার অনুদানের ইস্যুটি সামনে রেখেই প্ল্যান ছাড়াই ওই তিন তলা বাড়িটি তৈরি করেন। ওই সুদৃশ্য বাড়িতে মেঝেতে পাথর, টাইলস সবই রয়েছে। কাউন্সিলারের বাড়ির সামনে বিনা প্ল্যানে ওই বাড়িটি দীর্ঘ দিন থেকে তৈরি হচ্ছিল। কিন্তু সবাই সব কিছু জেনে কোনও রকম প্রতিবাদ করেননি বলে অভিযোগ।তৃণমূলের শহর সভাপতির বলেন, ‘আবাস যোজনার বরাদ্দ টাকার সঙ্গে উপভোক্তারা ব্যক্তিগত কিছু টাকা যোগ করে বাড়ির আকার একটু-আধটু পরিবর্তন করতেই পারেন। গরিবদের জন্য বরাদ্দ টাকার নামে এই বিশালাকার বাড়ি সত্যি অস্বস্তিকর। তাছাড়া বাড়িটির জন্য কোনও প্ল্যানও পাস করানো হয়নি বলে জানা গিয়েছে। কী করে প্ল্যান ছাড়াই একটি তিন তলার বাড়ি তৈরি হতে পারে, সেটা আমিও ভাবতে পারছি না। বিষয়টির খোঁজ নিয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে গণেশবাবু বলেন, ‘আমি নাগরিক হিসেবে বাড়ির জন্য  আবেদন করতেই পারি। পুরসভা যদি বাড়ির টাকা অনুমোদন করে তাহলে আমার বাড়ি তৈরি করতে অসুবিধে কোথায়?’ তবে প্ল্যান ছাড়াই কেন তিন ওই তিন তলার বাড়ি তৈরি করেছেন, তার সদুত্তর তিনি দিতে পারেননি।-নিজস্ব চিত্র
25d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মসূত্রে বিদেশ যাত্রার প্রচেষ্টায় সফল হবেন। আয় খারাপ হবে না। বিদ্যা ও দাম্পত্য ক্ষেত্র শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৮ টাকা৮৫.৬২ টাকা
পাউন্ড১০৫.৩৯ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৭.২৫ টাকা৯০.৬০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     December,   2024
দিন পঞ্জিকা