দক্ষিণবঙ্গ

কার্গিল যুদ্ধই অনুপ্রেরণা, সে বছর শুরু বেকার্স পার্লামেন্টের জগদ্ধাত্রী আরাধনা

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ঝাড়গ্ৰাম শহরের বেকার্স পার্লামেন্ট ক্লাবের জগদ্ধাত্রী পুজোর এবার রজত জয়ন্তী বর্ষ। সেই উপলক্ষ্যে ধুমধাম করে এবার পুজোর আয়োজন করা হয়েছে। এই পুজোর সূচনা করেন বাছুরডোবা এলাকার কয়েকজন যুবক। সময়টা ১৯৯৯ সাল। ওই যুবকদের সকলেই তখন বেকার। কার্গিল যুদ্ধে ভারতীয় সৈনিকদের অদম্য লড়াই ও আত্মত্যাগ তাঁদের উদ্বুদ্ধ করে। ক্লাব প্রতিষ্ঠা করে সৈনিক তহবিলে ত্রাণের টাকা পাঠানো হয়। একইসঙ্গে জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়। তারপর দুই দশক পেরিয়ে গিয়েছে। সেই সময়কার বেকার যুবকরা এখন প্রতিষ্ঠিত। পুজোর অতীত ইতিহাসের সঙ্গে উত্তরণের স্মৃতিও জড়িয়ে। ক্লাবের সূচনা পর্বে আত্মপ্রতিষ্ঠার লড়াইয়ের কথা ক্লাব সদস্যরা ভুলে যাননি। যার সাক্ষ্য বহন করে চলেছে বাছুরডোবার ‘বেকার্স পার্লামেন্ট ক্লাব’। প্রতিবারের মতো এবারও উৎসাহ উদ্দীপনার সঙ্গে ক্লাবের পুজো হচ্ছে। মণ্ডপে সাবেকি প্রতিমা স্থান পেয়েছে। মণ্ডপ সংলগ্ন রাস্তার দু’পাশ আলোয় সাজানো হয়েছে। পুজো উপলক্ষ্যে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সপ্তমীর বিকেলে জেলাশাসক সুনীল আগরওয়াল পুজোর উদ্ধোধন করেছেন। পুজো কমিটির সম্পাদক ভাস্কর চৌধুরী বলেন, দুই দশক আগে বাছুরডোবা এলাকার জোড়া শালগাছের তলায় আমরা কয়েকজন বন্ধু মিলে আড্ডা দিতাম। কলেজের পাঠ শেষ করে  কাজের সন্ধানে ঘুরছি। জীবনে প্রতিষ্ঠা পাওয়ার তীব্র লড়াই চলছে। সালটা ১৯৯৯। টিভি চ্যানেল, সংবাদপত্রে তখন কার্গিলে ভারতীয় সৈনিকদের লড়াইয়ের খবর প্রচারিত হচ্ছে। আমাদের তরুণ মনকে এই যুদ্ধ ভীষণভাবে নাড়া দেয়। সৈনিকদের ত্রাণ তহবিলে ৫০১ টাকা পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সেই টাকা জোগাড় করাও আমাদের কাছে কষ্টকর ছিল। নানা জায়গা থেকে টাকা জোগাড় করি। বেকার্স পার্লামেন্ট ক্লাব গঠন করে টাকা পাঠানো হয়। আমাদের জগদ্ধাত্রী পুজো সেই বছরেই সূচনা হয়। দেশের সৈনিকদের লড়াই আমাদের জীবনযুদ্ধে লড়াই করার মানসিকতা তৈরি করে দেয়। পুজো কমিটির সভাপতি স্বপন মণ্ডল বলেন, জগদ্ধাত্রী পুজো প্রথম বছর শুধু নবমীর দিন করা হয়েছিল। পরে চারদিন ধরে পুজো শুরু হয়। বাছুরডোবার কয়েকজন যুবকের পুজো এখন এলাকার  সকল মানুষের পুজোতে পরিণত হয়েছে। পুজোর চারদিন নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ছোটদের জন্য ছবি আঁকা, যেমন খুশি সাজো ইত্যাদি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। একাদশীতে শোভাযাত্রা করে দেবী প্রতিমার বিসর্জন করা হবে। সেদিন এলাকার সকল মানুষকে খাওয়ানোর ব্যাবস্থা করা হয়েছে। পুজো কমিটির অন্যতম কর্মকর্তা মুকেশ প্রসাদ বলেন, দেশের এক যুদ্ধের ঘটনা আমাদের ব্যক্তিগত লড়াইয়ে অনুপ্রেরণা দিয়েছিল। সেই সময়ে কার্গিলে একের পর এক শৃঙ্গ দেশের সৈন্যার জয় করেছিল। আত্মবলি দিচ্ছিল। আমাদের যা উদ্বুদ্ধ করেছিল। সেই সময়কার বন্ধুরা এখন কেউ শিক্ষক, সরকারি কর্মচারী, কেউ ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত। স্থানীয় গৃহবধূ সুদীপ্তা চৌধুরী বলেন, এই পুজো ঘিরে এলাকার সকল মানুষ এখন উৎসবের আনন্দে মাতেন। পুজোর মণ্ডপেই বেশিরভাগ সময় কেটে যায়। ফলমূল জোগাড় থেকে পুজোর যাবতীয় কাজ মেয়েরাই করেন। এই জগদ্ধাত্রী পুজো আমাদের এলাকার প্রধান উৎসবে পরিণত হয়েছে।-নিজস্ব চিত্র
25d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মসূত্রে বিদেশ যাত্রার প্রচেষ্টায় সফল হবেন। আয় খারাপ হবে না। বিদ্যা ও দাম্পত্য ক্ষেত্র শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৮ টাকা৮৫.৬২ টাকা
পাউন্ড১০৫.৩৯ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৭.২৫ টাকা৯০.৬০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     December,   2024
দিন পঞ্জিকা