দক্ষিণবঙ্গ

মল্লারপুরে বেপরোয়া দু’টি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু দুই যুবকের

সংবাদদাতা, রামপুরহাট: ফের বেপরোয়া গতির বলি হল দুই যুবক। তারাপীঠ, ময়ূরেশ্বর রাস্তার মল্লারপুরের গোপালনগরের কাছে দু’টি বাইকের মুখোমুখি সংঘর্ষে তাঁদের মৃত্যু হয়। ঘটনায় জখম আরও দুই যুবককে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের কারও মাথায় ছিল না হেলমেট। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত আটটা নাগাদ একটি বাইকে তিন যুবক চেপে ময়ূরেশ্বরের কুনুটিয়া গ্রাম যাচ্ছিলেন। উল্টো দিক থেকে আসছিল অপর একটি বাইক। মল্লারপুরের গোপালনগর গ্রামের কালভার্টের কাছে দু’টি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। আরোহীরা রাস্তার এদিকে ওদিকে ছিটকে পড়েন। স্থানীয় বাসিন্দা ও পরে পুলিস এসে জখম চারজনকে উদ্ধার করে রামপুরহাট মেডিক্যালে নিয়ে আসে। সেখানে পেশায় পরিযায়ী শ্রমিক এমারুল মল্লিক ওরফে রাজেশকে (২৩) মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। তাঁর বাড়ি ময়ূরেশ্বরের কুনুটিয়া গ্রামে। পরে রাত ১১টা নাগাদ পেশায় ট্রাক্টরের চালক নবীন টুডু (৩৩) নামে আরও এক যুবকের মৃত্যু হয়। তাঁর বাড়ি মুর্শিদাবাদের বড়ঞা থানার বেলগ্রামের মাঝিপাড়া। বাকি মৃত রাজেশের জামাইবাবু আসরাফুল মল্লিক, খুড়তুতো ভাই সেরিফুল শেখের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরিবারের লোকজন তাঁদের কলকাতা পিজি হাসপাতালে নিয়ে যান।  
স্থানীয়রা বলেন, গোপালনগরের কালভার্টটি রাস্তা থেকে অনেকটা উঁচু। রাস্তার এদিক, ওদিক থেকে কী আসছে বোঝা যায় না। প্রায়ই দুর্ঘটনা ঘটেছে। এদিন দুটি বাইকই অত্যন্ত গতিবেগে চলছিল। তিনজন আরোহী থাকা বাইকটি জোর গতিতে কালভার্ট অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সামনের দিক থেকে আসা বাইকটিকে সজোরে ধাক্কা মারে। এলাকার বাসিন্দারা কালভার্টটিকে রাস্তার লেভেলে করার দাবি তুলেছেন। মৃত রাজেশের কাকা ইয়াদুল ইসলাম বলেন, বাড়িতে একটি অন্নপ্রাশনের অনুষ্ঠান রয়েছে। রাজেশরা মল্লারপুরের বানাসপুর গ্রামে আত্মীয়র বাড়িতে নিমন্ত্রণ সেরে ফিরছিল। রাজেশ মুম্বইয়ে রাজমিস্ত্রির কাজ করে। চারদিন হল বাড়িতে ফিরেছে। তাঁর আর কাজে যাওয়া হল না। তাঁর ছোট্ট দুই মেয়ে ও এক ছেলে বাবাকে হারাল।  
অন্যদিকে নবীনেরও ছোট দুই ছেলে। তাঁর ভাই বুধু টুডু বলেন, ভাই বাইক চালিয়ে মল্লারপুরে কাজে যাচ্ছিল। মল্লারপুর থেকে ধান বোঝাই ট্রাক্টর নিয়ে ময়ূরেশ্বরে আনলোড করে সকাল সকাল বাড়ি ফিরবে বলেছিল।  পুলিস জানিয়েছে, বেপরোয়া বাইক চলাচলের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। বাইক দু’টি আটক করা হয়েছে। 
উল্লেখ্য, মহরমের রাতে জাতীয় সড়কের রামপুরহাট থানার কাবিলপুর গ্রামের কাছে স্টান্টবাজি ও বেপরোয়া গতির বলি হয় পাঁচজন। একইভাবে গত ২১ জুলাই জাতীয় সড়কের নলহাটির চামটিবাগান মোড়ের কাছে ধারে দাঁড়িয়ে থাকা ডাম্পারের পিছনে ধাক্কা মারে দ্রুত গতিতে আসা একটি বাইক। ঘটনাস্থলেই বছর বাইশের শোহেল শেখ নামে এক যুবকের মৃত্যু হয়। 
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আজ ব্যবসার গতি বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে কোনও সুখবর পেতে পারেন। সুগার ও প্রেশার-এর অসমতায় কষ্ট...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৪ টাকা৮৫.৭৮ টাকা
পাউন্ড১০৫.৬৫ টাকা১০৯.৪০ টাকা
ইউরো৮৭.১৬ টাকা৯০.৫৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
14th     December,   2024
দিন পঞ্জিকা