দক্ষিণবঙ্গ

মহিশীলা বটতলা দেশবন্ধু ‌ইউনাইটেড ক্লাবের জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে ১০ দিনের মেলা

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: ১৯৯৬ সাল। দুর্গাপুজোর সময় সকলে আনন্দে মাতোয়ারা। আসানসোলের মহিশীলা বটতলা এলাকার একটি দুর্গাপুজোর মণ্ডপে তাল কাটে। দেশবন্ধু ইউনাইটেড ক্লাবের দুই সদস্যকে মারধর করার অভিযোগ ওঠে স্থানীয় দুর্গাপুজো কমিটির সদস্যদের বিরুদ্ধে। সেই ঘটনার পরই  ক্লাবের সদস্যদের জেদ চাপে পুজো করার। সেই বছর থেকেই জগদ্ধাত্রী পুজোর সিদ্ধান্ত হয়। সেই পুজোই এখন মহীরূহের আকার নিয়েছে। মহিশীলা বটতলা দেশবন্ধু ইউনাইটেড ক্লাবের জগদ্ধাত্রী পুজো এখন দশদিনের উৎসব। এবার তাদের পুজোর থিম ‘মায়াবী’। মণ্ডপসজ্জা নজর কাড়ছে সবার। মায়ের মূর্তিতেও বিশেষত্ব রয়েছে। পুজো উপলক্ষ্যে ক্লাবের মাঠ সেজে উঠেছে। 
ক্লাবের সভাপতি প্রসেনজিৎ দাস বলেন, আমাদের ক্লাবের সদস্যদের মারধর করার ঘটনার পর থেকেই জেদে এই পুজো আয়োজন শুরু হয়। তখন বাম আমল। এই পুজোর অনুমোদন পেতে রীতিমতো বেগ পেতে হয়। অবশেষে এক পরিচিত আমলা সব জট কটিয়ে অনুমতির ব্যবস্থা করেন। এখন এই পুজো উপলক্ষ্যে মেলা, সংস্কৃতিক অনুষ্ঠান, ভোগ বিতরণ সবই হয়।
পুজো মণ্ডপে ঢুকলেই দর্শনার্থীরা একটি বিশাল শিবলিঙ্গ দেখতে পাবেন। রাঁচীর একটি প্রাচীন মন্দিরের শিবলিঙ্গের আদলে সেটি গড়ে তোলা হয়েছে। সেখানে দেখা যাবে একাধিক হাতিকে। মহাদেবের সঙ্গে জগদ্ধাত্রী প্যান্ডেলে উজ্জ্বল উপস্থিতি মা দুর্গার। মণ্ডপের সামনে অংশজুড়ে বিশালাকার থার্মোকলের মা দুর্গা। মহাদেব ও মা দুর্গার দর্শন করেই প্রবেশ হবে মূল মণ্ডপে। সেখানে মা  চার হাতবিশিষ্ট। মণ্ডপের ভিতরে অপরূপ নকশা দর্শনার্থীদের নজর কাড়বে। আজ, রবিবারই মায়ের সপ্তমী, অষ্টমী ও নবমীর পুজো হবে। সোমবার দশমীর পুজো হলেও দশদিন ধরে প্রতিমা থাকবে। মায়ের প্রতিমা দর্শনের পাশাপাশি মেলা দেখার সুযোগ থাকবে আসানসোলবাসীর কাছে। পুজোর অন্যতম উদ্যোক্তা অভিষেক শীল বলেন, আমরা দর্শনার্থীদের প্রসাদও বিতরণ করি। বিভিন্ন জায়গায় প্রসাদ পাঠানো হয়। থিমশিল্পী কুন্তল হাজরা বলেন, এবার আমাদের থিম মায়াবী। মন্দিরের আলোরও নানা চমক থাকে।
25d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পুরনো সঞ্চয় ও শেয়ার প্রভৃতি ক্ষেত্র থেকে অর্থ লাভের যোগ প্রবল। মানসিক অস্থিরতা থাকবে। সন্তানের...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৮ টাকা৮৫.৬২ টাকা
পাউন্ড১০৫.৩৯ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৭.২৫ টাকা৯০.৬০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা