দক্ষিণবঙ্গ

দশ পুরোহিতের মন্ত্রোচ্চারণে চাকড়া নেতাজি সঙ্ঘের জগদ্ধাত্রী পুজো হয়

উজ্জ্বল পাল, বিষ্ণুপুর: দশ পুরোহিতের একত্র মন্ত্রোচ্চারণে কোতুলপুরের চাকড়া নেতাজি সঙ্ঘের সর্বজনীন জগদ্ধাত্রী পুজো মণ্ডপে ভক্তিভাবের পরিবেশ তৈরি হয়। বর্ণাঢ্য শোভাযাত্রা, কুমারী পুজো এবং নরনারায়ণ সেবার মধ্যে দিয়ে পুজোর চারদিন চাকড়া গ্রামে মিলনমেলায় পরিণত হয়। পুজো কমিটির সদস্যরা জানিয়েছেন, এবার তাঁদের পুজো সপ্তম বর্ষে পড়েছে। পুজোয় নিষ্ঠার পাশাপাশি জৌলুসে খামতি রাখা হয় না। চারদিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। গ্রামে মেলাও বসে। লাউগ্রাম পঞ্চায়েত এলাকার অন্যতম ওই পুজোকে কেন্দ্র করে আশেপাশের একাধিক গ্রামের বাসিন্দাদের মধ্যে উন্মাদনা তৈরি হয়। 
পুজো কমিটির সভাপতি প্রদীপকুমার মাজি বলেন, আমাদের পুজো চারদিন ধরে চলবে। প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। দশমীর দিন বিসর্জন হয় না। বুধবার বিসর্জন হবে। পুজোকে কেন্দ্র করে গ্রামবাসীদের আলাদা উন্মাদনা তৈরি হয়।  পুজো কমিটি সূত্রে জানা গিয়েছে, আগে চাকড়া এলাকায় জগদ্ধাত্রী পুজো হতো না। সাত বছর আগে গ্রামের কিছু প্রবীণ ব্যক্তি ক্লাবের ছেলেদের জগদ্ধাত্রী পুজো চালু করার পরামর্শ দেন। শুধু তাই নয়, তাঁদের মধ্যে কেউ প্রতিমা, কেউ প্যান্ডেল, কেউ অর্থ সাহায্য করেন। তা দিয়েই প্রথম বছর পুজো প্রতিষ্ঠা করা হয়। তারপর ধীরে ধীরে চাকড়া সহ কঙ্কাবতী, হাসনডাঙা, মুখা, বলরামপুর প্রভৃতি গ্রামের বাসিন্দারাও পুজোয় সহযোগিতার হাত বাড়িয়ে দেন। পুজোর জৌলুস বাড়ে। অধিক দর্শনার্থী যাতে দেখতে পারেন তার জন্য আটচালার মতো প্যান্ডেল তৈরি করা হয়। শুধু তাই নয়, গ্রামের একাধিক পুরোহিত পুজোয় মন্ত্রপাঠ করতে আগ্রহী হন। গত কয়েকবছর ধরে অষ্টমীর দিন কুমারী পুজোর সময় দশজন পুরোহিত একই সুরে একত্রে মন্ত্রোচ্চারণ করেন। তা দেখতে মণ্ডপে বেশ ভিড় জমে। এবারও তার ব্যতিক্রম হবে না। শনিবার পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন হয়। আজ নবমীর দিন সকালে পড়শা পুকুর থেকে কলসে করে জল আনার সময় মহিলারা শোভাযাত্রা সহকারে গ্রাম প্রদক্ষিণ করবেন। আজ কয়েক হাজার মানুষকে প্রসাদ বিলি করা হবে।  -নিজস্ব চিত্র
27d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মরশুমি রোগের ভোগান্তিতে স্বাস্থ্যহানির যোগ প্রবল। কাজকর্মে কিছুটা আলস্য ভাব আসতে পারে। বিদ্যায় উন্নতির যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৩ টাকা৮৫.৫৭ টাকা
পাউন্ড১০৬.১২ টাকা১০৯.৮৭ টাকা
ইউরো৮৭.৯০ টাকা৯১.২৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা