দক্ষিণবঙ্গ

কৃষ্ণনগরের বনশ্রীপাড়া বারোয়ারির পুজোর থিম দেবী-সর্বশক্তি একরূপ

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: এবছর ১৯ তম বর্ষে পদার্পণ করল কৃষ্ণনগরের বনশ্রীপাড়া বারোয়ারির পুজো। যেখানে জগদ্ধাত্রী দেবী মা রূপে পূজিত হন। শুরুর দিকে পুজোয় সেরকম জাঁকজমক ছিল না। থিমের পুজোর বহরও ছিল না। এলাকার কিছু মানুষ উদ্যোগ নিয়েই পুজো শুরু করেন। বর্তমানে কৃষ্ণনগর শহরের বারোয়ারি পুজো কমিটিগুলির মধ্যে অন্যতম হল বনশ্রীপাড়া বারোয়ারি। এখানে দেবীর রূপ পুজো কমিটির মূল আকর্ষণ। যা দেখতেই শহরবাসী বনশ্রীপাড়ায় ভিড় জমান। এবার তাদের থিম দেবী-সর্বশক্তি একরূপ। 
শঙ্খ, ত্রিশূলের মতো বিভিন্ন সামগ্রী দিয়ে থিমের ভাবনাকে ফুটিয়ে তোলা হয়েছে। সঙ্গে রয়েছে দেবতার বিভিন্ন রূপ। যা মণ্ডপের গায়েই আঁকা হয়েছে রং তুলি দিয়ে। দেবাদিদেব মহাদেবের দর্শন করেই মণ্ডপে ঢুকতে হবে দর্শনার্থীদের। তারপর দর্শন পাওয়া যাবে মা জগদ্ধাত্রীর। দেবতাদের সর্বশক্তির এক রূপ এখানে ফুটিয়ে তোলা হয়েছে। 
তাদের ভাবনা, সৃষ্টির আদিম সময় থেকে জগতের সকল শক্তির উৎস মা। পৃথিবী অন্যতম শক্তির আধার তিনি। আর সেই মাতৃবন্দনাই আমাদের সর্বকালের সেরা উৎসব। যার আরাধনা হয়ে আসছে আদি অনন্তকাল ধরে। তিনিই মা তিনি দেবী। সকল অভাব অভিযোগের একমাত্র আশ্রয়স্থলও তিনি। কিন্তু জগত সংসারের উত্থান পতন কখনও সেই মাকে করে তোলে দেবী দুর্গা, কখনও রণচণ্ডী মা কালী, কখনও লক্ষ্মী, কখনও বিদ্যাদেবী সরস্বতী, কখনও বা জগৎ জননী জগদ্ধাত্রী। এই সমস্ত কিছুই রয়েছে থিমের ভাবনায়। মায়ের মাতৃত্বে কোনও দিন ভাটা পড়ে না। রূপ বিশেষে মা আলাদা রূপে পূজিত হলেও তিনি দেবী, তিনি মা।
পুজো কমিটির সম্পাদক অর্পণ বিশ্বাস বলেন, মুষ্টিমেয় দিন গুনে মাতৃ আরাধনায় আমরা ব্রতী নই। আমরা ব্রতী এক আলোকিত ভবিষ্যতের লক্ষ্যে, যেখানে স্বর্গের বা মর্তের সকল মায়েরাই পূজিত হবেন দেবী রূপে। আমাদের এই পুজো শহরের অন্যতম পুজো। দেবীর রূপ আমাদের বারোয়ারির মূল আকর্ষণ।
3d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উত্তম বিদ্যালাভের যোগ আছে। কাজকর্মে উন্নতি ও কাজে আনন্দলাভ। অর্থাগমের উত্তম যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৭ টাকা৮৫.৩১ টাকা
পাউন্ড১০৬.৬৭ টাকা১১০.৪৩ টাকা
ইউরো৮৮.২৪ টাকা৯১.৬২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা