দক্ষিণবঙ্গ

তেহট্ট আদি সিনেমা হল পাড়ার পুজোর ‘মৃৎ শিল্প ও হস্ত শিল্প’

সৌরভ ভট্টাচার্য, তেহট্ট: তেহট্ট আদি সিনেমা হল পাড়ার জগদ্ধাত্রীপুজো ঘিরে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। পুজো কমিটির উদ্যোক্তারা প্রতিবার নতুন নতুন থিম ও আলোকসজ্জায় চমক দিয়ে থাকে। এবারও তার ব্যাতিক্রম হবে না বলে আশা উদ্যোক্তাদের। শনিবার এই পুজোর উদ্বোধন হয়। এবার এই ক্লাবের পুজো পাঁচ বছরে পড়ল। পুজোর থিম মৃৎ শিল্প ও হস্ত শিল্প। এখানে দর্শকরা প্রবেশ করলে দেখতে পাবে নানা ধরনের মাটির কলসি দিয়ে তৈরি মণ্ডপ। সেই সঙ্গে বিভিন্ন ধরনের হস্তশিল্প। ভিতরে ঢুকলেই দর্শকদের মনে হবে প্লাস্টিক বর্জিত স্থানে এসেছেন। দেখা যাবে বিভিন্ন ধরনের হস্ত শিল্পের কাজ। যা ক্লাবের ছেলেরাই তৈরি করেছেন। এর আগে এই  ক্লাবের উল্লেখযোগ্য থিম ছিল ফুলের দেশ সহ অন্যান্য। এদের আলোকসজ্জাও মানুষের মন কাড়ে। 
ক্লাবের সম্পাদক রবীন্দ্রনাথ বিশ্বাস বলেন, আমাদের পুজোর বাজেট আনুমানিক সাড়ে তিনলক্ষ টাকা। ক্লাবের সদস্যদের ও  মানুষের সাহায্যে এই পুজো হয়। আমাদের পুজো তেহট্টের অন্যতম সেরা পুজো। এই পুজো দেখার জন্য বিভিন্ন এলাকার মানুষ মুখিয়ে থাকেন। প্রতিবার আমাদের পুজো সেরা পুজোর মধ্যে জায়গা করেছে।  আমাদের এই পুজোয় সামাজিক সচেতনতার বার্তা দেওয়া হয়। এবার হারিয়ে যাওয়া মাটির কলসি দিয়ে মণ্ডপ সাজানোর চেষ্টা করেছি। 
ক্লাবের সদস্য জয়ন্তকুমার বিশ্বাস বলেন, আমাদের প্যান্ডেলে সমস্ত হস্ত শিল্পের কাজ আমরা নিজেরাই করেছি। মণ্ডপের ভিতর আমরা সেলফি জোন রেখেছি। যাতে দর্শকরা এসে সেলফি তুলতে পারে। সোমবার আমাদের প্রতিমার বিসর্জন। যা দেখার জন্য বহু মানুষ ভিড় করে।
25d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পুরনো সঞ্চয় ও শেয়ার প্রভৃতি ক্ষেত্র থেকে অর্থ লাভের যোগ প্রবল। মানসিক অস্থিরতা থাকবে। সন্তানের...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৮ টাকা৮৫.৬২ টাকা
পাউন্ড১০৫.৩৯ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৭.২৫ টাকা৯০.৬০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা