উত্তরবঙ্গ

টার্গেট দু’লক্ষ, সদস্য হলেন মাত্র ৩৫ হাজার, অভিযানে গতি বাড়াতে অগত্যা পুরস্কারের ‘টোপ’ বিজেপির

রবীন রায়, আলিপুরদুয়ার: নেতৃত্ব টার্গেট বেঁধেছেন। তবুও আলিপুরদুয়ার জেলায় দলীয় সদস্য পদ সংগ্রহ অভিযানে আশানুরূপ গতি নেই বিজেপির। তাই বেকায়দায় পড়েছে পদ্মশিবির। এই অভিযানে গতি আনতে দলীয় কর্মীদের পুরস্কার দেওয়ার ‘টোপ’ দিয়েছে পদ্মশিবির। সদস্যপদ সংগ্রহে ‘ভালো কাজ’ করলে দলের সেই কর্মীকে পুরস্কার দেবে বিজেপি। এত কিছুর পরও নির্দিষ্ট লক্ষমাত্রায় পৌঁছনো যাবে কি না, তা নিয়ে চিন্তিত গেরুয়া পার্টির ম্যানেজাররা। কারণ, চলতি মাসে শেষ হচ্ছে দলের সদস্যপদ সংগ্রহের কাজ। জেলার নিজেদের শক্তি ধরে রাখতে সদস্য পদ বাড়ানো ছাড়া আর কোনও বিকল্প নেই তাদের কাছে। এজন্য দু’লক্ষ সদস্যপদ সংগ্রহের টার্গেট দিলেও তা পূরণ হবে কতটা, তা নিয়ে দিশেহারা নেতারা।
যদিও বিজেপি নেতৃত্ব জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত জেলায় ৩৫ হাজারের মতো সদস্য পদ সংগ্রহ হয়েছে। চলতি মাস শেষ হতে আর দু’সপ্তাহও বাকি নেই। টার্গেট যে পূরণ করা যাবে না, তা ঘরোয়া আলোচনাতেও কবুল করেছে নেতৃত্ব। তবে প্রকাশ্যে বিবৃতি দিতে তাঁরা নারাজ।
তারজন্যই কি অভিযানে গতি আনতে দলীয় কর্মীদের পুরস্কারের টোপ দেওয়া হচ্ছে? বিজেপির জেলা সভাপতি তথা সাংসদ মনোজ টিগ্গা অবশ্য সে কথা মানতে নারাজ। মনোজ বলেন, দলের সদস্য সংগ্রহ অভিযানে গতি নেই একথা সঠিক নয়। আসলে সদস্য সংগ্রহের কাজে উৎসাহ দিতেই কর্মীদের পুরস্কার দেওয়া হবে। চলতি মাস শেষ হতে এখনও প্রায় ১০দিন বাকি। আশা করছি, তার আগেই জেলায় সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রায় পৌঁছে যাব আমরা।
সদস্য সংগ্রহের কাজে দক্ষতা দেখাতে পারলে কর্মীদের কি পুরস্কার দেওয়া হবে? মনোজ বলেন, সেটা এখনই বলা যাবে না। সদস্য সংগ্রহের কাজ শেষ হলেই সেটা জানা যাবে।
বিজেপি নেতৃত্ব যাই বলুক না কেন চলতি মাসে দু’লক্ষ সদস্য সংগ্রহ কার্যত অসম্ভব। কেন না বিজেপি নেতৃত্ব জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত জেলায় মাত্র ৩৫ হাজার সদস্য সংগ্রহ হয়েছে। বিজেপি সূত্রে খবর, দলের সদস্য সংগ্রহে সবচেয়ে খারাপ হাল খোদ দলের জেলা সভাপতির প্রাক্তন বিধানসভা এলাকা মাদারিহাটেই। সেখানে এখনও পর্যন্ত মাত্র ৯০০’র মতো সদস্য সংগ্রহ হয়েছে। তারপরই খারাপ হাল কালচিনি বিধানসভা এলাকার। সেখানে এখনও পর্যন্ত মাত্র চার হাজারের মতো সদস্য সংগ্রহ হয়েছে।
সদস্য সংগ্রহ অভিযানে গতি না থাকার পিছনে বিজেপি নেতৃত্বের সাফাই, সদস্য সংগ্রহ করতে হচ্ছে অনলাইনে। কিন্তু, চা বাগানের শ্রমিকরা অনলাইন সিস্টেমে ততটা সড়গড় নয়। সেজন্য এই অসুবিধা হচ্ছে। অন্যদিকে, মাদারিহাট বিধানসভায় দলের সদস্যপদ সংগ্রহের এই হাল নিয়ে বিজেপি নেতৃত্বের দাবি, ওই বিধানসভায় উপ নির্বাচন ছিল। ব্যস্ততার কারণেই সেখানে সদস্য সংগ্রহের কাজে গতি আসেনি।
9h 9m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসায়িক কাজকর্ম ভালো হবে। ব্যবসার প্রসারযোগও বিদ্যমান। উচ্চশিক্ষায় সন্তানের বিদেশ গমনের সুযোগ আসতে পারে। গৃহশান্তি...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০০ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
20th     November,   2024
দিন পঞ্জিকা