উত্তরবঙ্গ

চলল না একটিও অটো, চালকদের বিক্ষোভে পথে বেরিয়ে নাকাল যাত্রীরা

সংবাদদাতা, মাথাভাঙা: বুধবার মাথাভাঙায় অটো চালকরা ধর্মঘট পালন করেন। তাঁরা মহকুমা শাসকের দপ্তরের সামনে এসেও কিছুক্ষণ বিক্ষোভ দেখান। মূলত তাঁদের রুটে ই-রিকশর দাপাদাপি নিয়ে কয়েকমাস ধরে অটো চালকরা ক্ষোভে ফুঁসছেন। মাঝে দু’বার পরিষেবা বন্ধ রেখে আন্দোলনও করেছিলেন। এদিন আচমকাই রাস্তায় গাড়ি না নামানোয় পথে বেরিয়ে নাকাল হয় মহকুমার বিভিন্ন রুট চলাচল করা সাধারণ মানুষ। 
অটো চালকদের দাবি, ই-রিকশ চলাচল নিয়ে বারবার আপত্তি জানানো হলেও পরিবহণ দপ্তর কিছু করছে না। উল্টো অটো চালকদের নানা অজুহাতে মোটা টাকা জরিমানা করা হচ্ছে। এরই প্রতিবাদে এদিন অটো চালানো বন্ধ রেখে শহরে তাঁরা মিছিল করেন। এসডিও অফিসের সামনে বিক্ষোভ দেখান। 
মাথাভাঙা থেকে হাজরাহাট, শীতলকুচি, নয়ারহাট, কুর্শামারি, ঘোকসারডাঙা, নিশিগঞ্জ সহ বিভিন্ন রুটে অটো পরিষেবা বন্ধ থাকে এদিন। ফলে সংশ্লিষ্ট এলাকায় যাওয়ার জন্য রাস্তায় এসে অটো না পেয়ে দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। নিশিগঞ্জে অফিসে যাওয়ার জন্য মাথাভাঙা স্ট্যান্ডে অপেক্ষা করেছিলেন আনোয়ার মিয়াঁ। তিনি বলেন, অগ্রিম কিছু না জানিয়ে পরিষেবা বন্ধ করে রাখায় এখন বাড়তি টাকা খরচ করে কর্মস্থলে যেতে হচ্ছে। 
ই-রিকশ করে যাওয়া যায়। কিন্তু রাজ্য সড়কে ই-রিকশর থেকে টোটোয় ওঠা অনেক বেশি নিরাপদ। তাই অটো করেই রোজ শীতলকুচি কলেজ যাই জানান ছাত্রী পারমিতা বর্মন। তিনি এদিন বাধ্য হয়ে ই-রিকশ করে কলেজের উদ্দেশ্য রওনা হন। দুর্ভোগ হওয়ায় উষ্মা প্রকাশ করেন কমবেশি সকলেই। 
প্রসঙ্গত, মাথাভাঙা মহকুমার বিভিন্ন রুটে ই-রিকশ চালক ও অটো চালকদের টানাপোড়েন অনেকদিনের। দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও অতীতে হয়েছে। প্রশাসন ও পরিবহণ দপ্তর দু’পক্ষকে নিয়ে আলোচনা করার পরও সমস্যা মেটেনি। অটো চালকদের পক্ষে আমির হোসেন বলেন, আমরা সরকারকে রোড ট্যাক্স দিই। নিয়ম মেনে রুটে গাড়ি চালাই। ই-রিকশর কোনও অনুমতি নেই। রাজ্য ও জাতীয় সড়কে ওরা গাড়ি চালাতে পারে না। ওদের জন্য আমরা ব্যবসায় মার খাচ্ছি। পরিবহণ দপ্তরকে জানানো হলেও পদক্ষেপ নেওয়া হয়নি। এদিন অটো চালানো বন্ধ রেখে এসডিও’কে স্মারকলিপি দিয়েছি। 
এক ই-রিকশ চালক জানিয়েছেন, প্রশাসন নির্দিষ্টভাবে কোনও রুট নির্ধারণ করে দেয়নি। তাই সব রুটেই ই-রিকশ চলানো হচ্ছে। রুট ভাগ করে দিলে তখন দেখা যাবে। মাথাভাঙার এআরটিও দেবীপ্রসাদ শর্মা বলেন, ই-রিকশ চালক ও অটো চালকদের নিয়ে আগেও আমরা একাধিকবার আলোচনা করেছি। ফের দু’পক্ষকে নিয়ে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে। নিয়ম মেনেই জরিমানা করা হয়।
(দাবিপত্র হাতে অটোচালকরা। - নিজস্ব চিত্র।)
9h 9m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসায়িক কাজকর্ম ভালো হবে। ব্যবসার প্রসারযোগও বিদ্যমান। উচ্চশিক্ষায় সন্তানের বিদেশ গমনের সুযোগ আসতে পারে। গৃহশান্তি...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০০ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
20th     November,   2024
দিন পঞ্জিকা