উত্তরবঙ্গ

মেলায় যেতে রাজি হননি স্ত্রী, বৈষ্ণবনগরে আত্মঘাতী যুবক

সংবাদদাতা, কালিয়াচক: বাড়ির পাশে চলছে নামকীর্তন মেলা। মেলায় যেতে অনুরোধ স্ত্রীকে করেছিলেন এক যুবক। কিন্ত, স্ত্রী মেলায় যেতে রাজি হননি। পরে বন্ধুদের সঙ্গে মেলা ঘুরে এসে ফাঁকা বাড়িতে আত্মঘাতী হলেন সেই যুবক। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগরের দরিয়াপুর ভাদুটোলা গ্রামে। পুলিস জানিয়েছে, মৃত যুবকের নাম সঞ্জিত মণ্ডল(২৩)। 
স্থানীয় সূত্রে খবর, একবছর আগে সঞ্জিতের বিয়ে হয় পার্শ্ববর্তী গ্রামের মিতা মণ্ডলের সঙ্গে। তারপর থেকে তাদের মধ্যে নিত্য অশান্তি চলত। তিন মাস আগে তাদের পুত্রসন্তান হয়। সঞ্জিত স্ত্রীকে আনতে বাপের বাড়ি থেকে আনতে যান। কিন্তু, স্ত্রী আর শ্বশুরবাড়ি যেতে রাজি হয়নি। যা নিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন সঞ্জিত।
মৃত যুবকের এক আত্মীয় রমেন মণ্ডল বলেন, সঞ্জিত মেলায় বন্ধুদের সঙ্গে গিয়েছিল। তারপর হঠাৎ সে বাড়ি চলে যায়। তখন বাড়ি ফাঁকাই ছিল। বাড়ির সকলেই মেলায় গিয়েছিল। রাতে পরিবারের অন্য সদস্যরা বাড়ি ফিরে দেখেন, সঞ্জিতের ঘরের দরজা বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকির পরেও দরজা খোলেননি সঞ্জিত‌। এরপরই দরজা ভেঙে ভিতরে ঢুকতেই সঞ্জিতের ঝুলন্ত দেহ দেখতে পান তাঁরা। তরিঘড়ি তাঁকে উদ্ধার করে বেদরাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 
সঞ্জিতের দাদা রঞ্জন মণ্ডল বলেন, ভাইয়ের স্ত্রী বাড়িতে থাকত না। অনেকবার ভাই ওকে আনতে গিয়েছে। কিন্তু ও আসেনি। পুত্র সন্তানকেও দেখতে দিত না। যার কারণে ভাইয়ের মানসিক অবস্থা ঠিক ছিল না। গতকাল দুপুরে ভাই আমাদের সামনে থেকেই তার স্ত্রীকে ফোন করে মেলা দেখতে আসার কথা বলে। কিন্তু সে না বলে দেয়। 
মৃতের দাদার বলেন, সন্ধ্যার পর ভাই বন্ধুদের নিয়ে মেলায় যায়। তার যাওয়ার ঘন্টাখানেক পর আমরাও মেলায় যাই। রাতে এসে দেখি তার ঘরের দরজা লাগানো। দরজা ভেঙে ভিতরে ঢুকতেই ওর ঝুলন্ত দেহ দেখতে পাই। পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত হচ্ছে।  
9h 9m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসায়িক কাজকর্ম ভালো হবে। ব্যবসার প্রসারযোগও বিদ্যমান। উচ্চশিক্ষায় সন্তানের বিদেশ গমনের সুযোগ আসতে পারে। গৃহশান্তি...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০০ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
20th     November,   2024
দিন পঞ্জিকা