রাজ্য

ডিম ও মাংস উৎপাদনে বেশিরভাগ রাজ্যকে টেক্কা দক্ষিণ ২৪ পরগনার

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: মুক্তাঙ্গন পদ্ধতিতে মুরগি পালন এবং বড় ছেড়ে ছোট প্রাণিপালন করে মিলল সাফল্য। ডিম ও মাংস উৎপাদনে রাজ্যের মধ্যে শীর্ষে দক্ষিণ ২৪ পরগনা। কিন্তু তারা শুধু রাজ্যস্তরে আটকে নেই। এক্ষেত্রে অনেক রাজ্যের তুলনায় এই জেলার মোট উৎপাদন বেশি। রাজ্যগুলির মধ্যে রয়েছে বিজেপি শাসিত গুজরাত, অসম, ত্রিপুরা, উত্তরাখণ্ড ইত্যাদি।
জেলা সূত্রে জানা গিয়েছে, পোল্ট্রি বা বড় জায়গা নিয়ে মুরগি প্রতিপালন না করে গ্রামের বাসিন্দারা তাঁদের উঠোনেই ব্যাকইয়ার্ড ফার্মিং বা মুক্তাঙ্গন পদ্ধতিতে মুরগি পালন করেছেন। ফলে ডিমের উৎপাদন অনেকটা বেড়েছে। তাছাড়া আগে গোরু প্রতিপালন করার প্রবণতা ছিল গ্রামের বাসিন্দাদের। কিন্তু তাতে যেমন জায়গা বেশি লাগত, পাশাপাশি কম সময় লাভ বা আয় সেভাবে করা যেত না। চটজলদি আয় করতে এখন জেলার বিভিন্ন গ্রামে ছাগল, মুরগি, ভেড়া ইত্যাদি ছোট প্রাণী প্রতিপালনের ঝোঁক বেড়েছে। উদাহরণ দিয়ে এক আধিকারিক বলেন, ছাগল প্রতিপালন করলে এক বছরেই একজন প্রাণিপালক তাঁর ছাগল বিক্রি করে দিতে পারবেন। গোরুর ক্ষেত্রে সেটা লেগে যাবে চার থেকে পাঁচ বছর।
এসবের জন্যই এবারে দক্ষিণ ২৪ পরগনা জেলায় গতবারের তুলনায় রেকর্ড ১৮ শতাংশ ডিম ও সাত শতাংশ মাংস উৎপাদন বেশি হয়েছে। সব মিলিয়ে এই জেলায় এবার ১৯৯.২৫ কোটি ডিম ও ১১৩.৮৬ হাজার টন মাংস উৎপাদিত হয়েছে। এই পরিসংখ্যানের ধারে কাছেও আসতে পারেনি দেশের বেশিরভাগ রাজ্য। আগামী দিনে জেলায় এভাবে প্রাণিপালনের প্রবণতা আরও বাড়বে বলেও মনে করছেন জেলা প্রাণিসম্পদ বিভাগের আধিকারিকরা।
12h 12m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সৎসঙ্গ ও আধ্যাত্মিক ধর্মীয় গ্রন্থ পাঠে মানসিক তৃপ্তি। কাজকর্মের ক্ষেত্রে নতুন কোনও যোগাযোগ থেকে উপকৃত...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৮ টাকা৮৫.৯২ টাকা
পাউন্ড১০৫.০৫ টাকা১০৮.৭৮ টাকা
ইউরো৮৭.০৪ টাকা৯০.৪১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
22nd     December,   2024
দিন পঞ্জিকা