রাজ্য

১৪ বছর আগে নাবালিকাকে অপহরণে গ্রেপ্তার হয় আব্বাস

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: ১৪ বছরের এক নাবালিকাকে অপহরণ করার অভিযোগে ২০১৭ সালে জেলে যায় আব্বাস আলি। সেই সময় তার বয়স ছিল ২৭। প্রায় তিনবছর জেলে ছিল সে। জেলে থাকাকালীন একাধিক কুখ্যাত দুষ্কৃতীর সঙ্গে সখ্য বাড়ে তার। সেই ‘দোস্ত’দের নিজের নিষিদ্ধ সংগঠনে যোগদান করানোর জন্য যোগাযোগ শুরু করে সে। জেলে থাকাকালীন আব্বাস পালানোর পরিকল্পনা করেছিল। ২০১৮ সালের মে মাসের এক ভোরে জেলের ভিতর পেটের যন্ত্রণার অভিনয় করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি হয় সে। তারপর পরিকল্পনামাফিক মেডিক্যাল কলেজ থেকে পালিয়ে গিয়েছিল। পুলিস নানাদিকে খবর নিতে শুরু করে। অবশেষে এক সপ্তাহ পর আব্বাসকে ফের গ্রেপ্তার করে পুলিস। জেল থেকে পালিয়ে যাওয়ার জন্য আব্বাসের নামে পুনরায় একটি মামলা হয়। পুলিস তদন্ত করে প্রায় এক সপ্তাহ পরে চার্জশিট জমা দেয়। 
এই ঘটনার পর আব্বাসের উপর বাড়তি নজর রাখতে শুরু করে বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারের নিরাপত্তা রক্ষীরা। নিরাপত্তা থাকা সত্ত্বেও সেই সময় জেলে থাকা কুখ্যাত দুষ্কৃতীদের সঙ্গে আব্বাসের ব্যাপক দোস্তি তৈরি হয়। জেল থেকে ছাড়া পেয়ে পেট চালানোর জন্য প্রথমে রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ শুরু করে। তারপর হরিহরপাড়ায় নিজের বাড়ি থেকে ৪০০ মিটার দূরে একটি মাদ্রাসা খুলে এলাকার শিশুদের আরবি পড়ানোর নামে উগ্র মৌলবাদের প্রশিক্ষণ দিত সে। নিষিদ্ধ জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এবং আনসারুল্লা বাংলা টিমের (এবিটি) শীর্ষ জঙ্গি নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছিল সে। সামাজিক মাধ্যমে আব্বাস তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত বলে জানা গিয়েছে। তাদেরই নির্দেশ মতো স্লিপার সেলে নতুনদের রিক্রুট করার জন্য জেলের পুরনো দোস্তদের খোঁজ শুরু করে সে। উল্লেখ্য, মঙ্গলবার ভোররাতে অসম রাইফেলস এবং রাজ্য পুলিসের এসটিএফ হরিহরপাড়ায় হানা দিয়ে আব্বাস ও মিনারুল শেখকে গ্রেপ্তার করে। এলাকার শিশুদের মধ্যে দেশবিরোধী মনোভাব বিস্তার করাই ছিল তাদের প্রধান লক্ষ্য। নানাভাবে এলাকার শিশুদের আব্বাস নিজের মাদ্রাসায় নিয়ে আসার চেষ্টা করত। আব্বাসদের এই মাদ্রাসায় কীভাবে প্রশিক্ষণ চলছে, সে ব্যাপারে খোঁজ নিত শীর্ষ জঙ্গিনেতারা। নভেম্বর মাসে বাংলাদেশি নাগরিক তথা এবিটি জঙ্গি রাজশাহির মহম্মদ শাদ রাদি ওরফে শাব শেখ পশ্চিমবঙ্গে এসে আব্বাসের সঙ্গে দেখা করে। তারপর সে কেরলে চলে যায়। শাদের উপর দায়িত্ব ছিল, বাংলা ও অসমে এবিটির স্লিপার সেলগুলি দ্রুত অ্যাক্টিভ করে গোপন অপারেশনাল ইউনিট হিসাবে কাজ করানোর। এই ইউনিটগুলির উদ্দেশ্যে ছিল, ভারতের বিভিন্ন প্রান্তে সহিংস কার্যকলাপের জন্য জেহাদি প্রস্তুত করা। তাদের প্রথম টার্গেট ছিল শিলিগুড়ি ও কলকাতা। দলে দ্রুত নতুনদের রিক্রুট করার জন্য আব্বাস জেল থেকে ছাড়া পাওয়া কুখ্যাতদের দলে নেওয়ার চেষ্টা করছিল। পাশাপাশি নিজের এলাকায় সাতবছর থেকে ১৩ বছর পর্যন্ত বাচ্চাদের নিজের মাদ্রাসায় এনে মগজধোলাই করে দেশবিরোধী মনোভাব বিস্তার করার কাজ চালাচ্ছিল সে। আর এই গোটা মডেলে টাকা ঢালছিল এবিটি। 
10h 10m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

চিকিৎসাশাস্ত্রের অধ্যয়নে বিশেষ উন্নতি ও সাফল্যের যোগ। কর্মস্থল পরিবর্তন ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা। মনে অস্থিরতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৮ টাকা৮৫.৯২ টাকা
পাউন্ড১০৫.০৫ টাকা১০৮.৭৮ টাকা
ইউরো৮৭.০৪ টাকা৯০.৪১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা