রাজ্য

মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে হওয়া বৈঠক সরাসরি সম্প্রচার করতে হবে, দাবি আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২৬ ঘণ্টার বেশি সময় ধরে ধর্নায় আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। রাজ্য সরকার ও জুনিয়র চিকিৎসকদের আলোচনা নিয়ে জটিলতা এখনও পর্যন্ত কাটল না। ই-মেল, পাল্টা ই-মেল চলছেই। আর জি কর কাণ্ডে আজ, বুধবার সন্ধ্যায় আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের বৈঠকে বসার আহ্বান জানিয়েছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। ফলে সন্ধ্যা ৬টায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুনিয়র চিকিৎসকদের বৈঠকের একটি সম্ভাবনাও তৈরি হয়েছিল। কিন্তু তার আগেই বিকেল ৫টা ২৩ মিনিট নাগাদ মুখ্যসচিবকে পালটা ই-মেল পাঠান আন্দোলনকারীরা। সেখানে উল্লেখ করা হয়েছে, তাঁরা বৈঠকে বসতে রাজি। তবে তার জন্য রয়েছে তাঁদের কিছু শর্ত। ই-মেলে জানানো হয়েছে, আলোচনার জন্য নবান্নে ৩০ জন প্রতিনিধিকে যেতে দিতে হবে। পুরো বৈঠক হবে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই। স্বচ্ছতার কথা মাথায় রেখে পুরো বৈঠক সরাসরি সম্প্রচার করতে হবে। এছাড়া আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের ৫ দফা দাবি নিয়েও হতে হবে আলোচনা। এই চারটি দাবি পালটা ই-মেলে রেখেছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। এদিন সন্ধ্যা ৭টা নাগাদ সাংবাদিক বৈঠক করেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সঙ্গে ছিলেন মুখ্যসচিব ও ডিজি রাজীব কুমার। চন্দ্রিমা দেবী জুনিয়র চিকিৎসকদের উদ্দেশে বলেন, রাজনীতির প্ররোচনায় আপনারা পা দেবেন না। পাশাপাশি চিকিৎসকদের চারদফা দাবি ইস্যু প্রসঙ্গে তিনি বলেন, খোলা মনে আলোচনার প্রয়োজন রয়েছে। শর্তসাপেক্ষে নয়। শেষে বলেন, আমরা কোনও পদক্ষেপ নিলে সবাই জানতেই পারবেন। অপরদিকে মুখ্যসচিব বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ সকলেরই মানা উচিত। বর্তমানে অবস্থান বিক্ষোভ এখনও চলছে। স্নায়ু যুদ্ধের পারা ক্রমেই চড়ছে। এখন দেখার, শেষ পর্যন্ত জল কোনদিকে গড়ায়।
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী গতকাল বিকেল ৫টার মধ্যে কর্মবিরতিতে ইতি টেনে কাজে ফেরার কথা ছিল চিকিৎসকদের। কিন্তু তার আগেই মঙ্গলবার দুপুর প্রায় সাড়ে ৩টে থেকে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে বসে পড়েন জুনিয়র চিকিৎসকরা। নবান্নে আলোচনার আহ্বান জানিয়ে স্বাস্থ্য সচিবের পক্ষ থেকে ই-মেলও করা হয়েছিল তাঁদের। কিন্তু, সেই ই-মেলের ভাষা ‘অপমানকর’ বলে দাবি আন্দোলনরত চিকিৎসকদের। ফলে তাঁরা আলোচনায় যেতে রাজি হননি। সারা রাত স্বাস্থ্য ভবনের সামনে চলেছে অবস্থান, ধর্না। এরপর আজ, বুধবার ভোরে জুনিয়র চিকিৎসকরা জানান, নিজেদের দাবিদাওয়া জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা ই-মেলও পাঠিয়েছেন তাঁরা। কিন্তু সেই ই-মেলের কোনও জবাব দুপুর পর্যন্ত আসেনি বলেই দাবি তাঁদের। এরপর ই-মেলের উত্তর আসে আজ, বুধবার দুপুর সাড়ে তিনটে নাগাদ। মুখ্যসচিবের পাঠানো ই-মেলে সাফ জানানো হয়, বৈঠক হতেই পারে। কিন্তু আসতে পারবেন ১২-১৫ জন জুনিয়র চিকিৎসক। নবান্নে আসতে হবে আজ সন্ধ্যা ৬টার মধ্যে। এবার সেই চিঠিরও পাল্টা চিঠি দিলেন আন্দোলনকারী চিকিৎসকেরা। বৈঠকে বসার জন্য দেওয়া হল চারদফা শর্তও। এই শর্তগুলি মানলে তবেই তাঁরা বৈঠকে যোগ দিতে রাজি। জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা।
1Month ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা