শনিবার, 19 জুলাই 2025
Logo
  • শনিবার, ১৯ জুলাই ২০২৫

ইউরেনিয়ামকে ব্যবহারযোগ্য করার কাজ বন্ধ হচ্ছে না: ইরানের মন্ত্রী

আপাতত বন্ধ হচ্ছে না ইরানের ইউরেনিয়ামকে ব্যবহারযোগ্য করে তোলার কর্মসূচি। ইরান-ইজরায়েল যুদ্ধের আবহে সাফ জানিয়ে দিলেন ইরানের উপ বিদেশমন্ত্রী মজিদ তখত রাভাঞ্চি। 

ইউরেনিয়ামকে ব্যবহারযোগ্য করার কাজ বন্ধ হচ্ছে না: ইরানের মন্ত্রী

তেহরান: আপাতত বন্ধ হচ্ছে না ইরানের ইউরেনিয়ামকে ব্যবহারযোগ্য করে তোলার কর্মসূচি। ইরান-ইজরায়েল যুদ্ধের আবহে সাফ জানিয়ে দিলেন ইরানের উপ বিদেশমন্ত্রী মজিদ তখত রাভাঞ্চি। একটি জার্মান সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এব্যাপারে তেহরানের অবস্থান স্পষ্ট করেছেন। 
ইরানের সঙ্গে সংঘাতের শুরু থেকেই একের পর এক পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে তেল আভিভ। শনিবার মধ্যরাতে ইরানের তিন পরমাণুকেন্দ্রে হামলা চালিয়েছে আমেরিকাও, যা ঘিরে ইতিমধ্যেই তেজস্ক্রিয়তার আশঙ্কা তৈরি হয়েছে। যদিও এদিনের সাক্ষাৎকারে মার্কিন আক্রমণে পরমাণু কেন্দ্রের ক্ষয়ক্ষতি প্রসঙ্গে কিছু বলেননি রাভাঞ্চি। তবে ইউরেনিয়ামকে ব্যবহারযোগ্য করে তোলার কাজ যে বন্ধ হচ্ছে না, তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। রাভাঞ্চি বলেছেন, ‘আমরা পারমাণবিক নিরস্ত্রীকরণ আন্তর্জাতিক কমিটির সদস্য। যতক্ষণ আমরা চুক্তির গণ্ডির মধ্যে রয়েছি ততক্ষণ কী করা উচিত, আর কী করা উচিত নয়, তা নিয়ে কেউ মন্তব্য করতে পারে না।’ পরমাণু অস্ত্র তৈরি করতেও ইউরেনিয়ামের সমৃদ্ধকরণ প্রয়োজন। ইজরায়েলের অভিযোগ, অস্ত্র তৈরির খুব কাছে পৌঁছে গিয়েছে ইরান। সেদেশের মন্ত্রীর বক্তব্য ফের বিষয়টি নিয়ে বিতর্ক সৃষ্টি করল।

রাশিফল