শুক্রবার, 11 জুলাই 2025
Logo
  • শুক্রবার, ১১ জুলাই ২০২৫

ইরান-ইজরায়েলের মধ্যে সংঘর্ষ বিরতি ঘোষণা ট্রাম্পের, তবুও মিসাইল ছুড়ল তেহরান! হত ৪

মধ্যপ্রাচ্যে অশান্তি শেষ হওয়ার পথে। সোমবার মধ্যরাতে তেমনই বার্তা দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ডোনাল্ড ট্রাম্প। তবে মার্কিন প্রেসিডেন্টের এই ঘোষণার পরেও ইরানের মিসাইল হানায় ৪ নাগরিকের প্রাণ গিয়েছে বলে দাবি ইজরায়েলের। 

ইরান-ইজরায়েলের মধ্যে সংঘর্ষ বিরতি ঘোষণা ট্রাম্পের, তবুও মিসাইল ছুড়ল তেহরান! হত ৪

জেরুজালেম: মধ্যপ্রাচ্যে অশান্তি শেষ হওয়ার পথে। সোমবার মধ্যরাতে তেমনই বার্তা দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ডোনাল্ড ট্রাম্প। তবে মার্কিন প্রেসিডেন্টের এই ঘোষণার পরেও ইরানের মিসাইল হানায় ৪ নাগরিকের প্রাণ গিয়েছে বলে দাবি ইজরায়েলের। পাল্টা তেহরানের দাবি, ট্রাম্পের 'যুদ্ধ বিরতি' ঘোষণার আগেই ওই স্ট্রাইক লঞ্চ করা হয়েছিল।

সোমবার মধ্যরাতে সোশ্যাল মিডিয়ায় ডোনাল্ড ট্রাম্প পোস্ট করে জানান, দুই দেশই তাঁর কাছে গিয়ে ‘শান্তি’র কথা বলে। পাশাপাশি, মার্কিন প্রেসিডেন্টের দাবি, যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিয়ে ইরান ও ইজ়রায়েল— দু’দেশই সহমতি জানিয়েছে। আগামী ৬ ঘণ্টার মধ‍্যেই সম্পূর্ণ সংঘর্ষ বিরতি শুরু হবে। তবে ট্রাম্পের দাবি, আগে ইরান যুদ্ধবিরতি কার্যকর করবে। এর ১২ ঘণ্টা পর ইজরায়েল তা অনুসরণ করবে।

যদিও ট্রাম্পের বার্তার নিয়ে কিছুটা সন্দেহ থাকছে। কারণ, মঙ্গলবার ভোরেও ইরান থেকে মিসাইল ধেয়ে এসেছে ইজারায়েলের দিকে। যার জেরে মৃত্যু হয়েছে ইজরায়েলের কমপক্ষে ৪ নাগরিকের। এদের মধ্যে একজন মহিলাও রয়েছেন। ইজরায়েলের দাবি, মঙ্গলবার ভোর থেকে সকালের মধ্যে কমপক্ষে ৫ বার মিসাইল হানা হয়েছে। যার মধ্যে একটি মিসাইল বেরশেভা শহরে আছড়ে পড়ায় ক্ষয়ক্ষতি ও মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে ইরানের যুক্তি, সমঝোতা হওয়ার আগেই ওই স্ট্রাইকগুলি লঞ্চ করা হয়েছিল।

এরপরই সকালে ফের একবার সতর্কবার্তা দিয়ে ট্রাম্প পোস্ট করেন, “যুদ্ধ বিরতি লাগু রয়েছে। দয়া করে কেউ এটির উলঙ্ঘন করবেন না।” বিশেষজ্ঞদের বক্তব্য, আশা করা হচ্ছে, এরপর মধ্যপ্রাচ্যে সরাসরি সংঘাত এড়ানো সম্ভব হবে। তবে যুদ্ধ কি থামল? শীঘ্রই মিলবে উত্তর। 

রাশিফল