উইং কমান্ডার ব্যোমিকাকে নিয়ে বিতর্কিত মন্তব্য সপা নেতার, পাল্টা দিলেন যোগী
কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহের কুৎসিত মন্তব্যের রেশ এখনও কাটেনি। তার মধ্যেই বিজয়কে আক্রমণ করতে গিয়ে বায়ুসেনার উইং কমান্ডার ব্যোমিকা সিংকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন সমাজবাদী পার্টি নেতা রামগোপাল যাদব।

বর্তমান ওয়েবডেস্ক
মে ১৭, ২০২৫
লখনউ: কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহের কুৎসিত মন্তব্যের রেশ এখনও কাটেনি। তার মধ্যেই বিজয়কে আক্রমণ করতে গিয়ে বায়ুসেনার উইং কমান্ডার ব্যোমিকা সিংকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন সমাজবাদী পার্টি নেতা রামগোপাল যাদব। অপারেশন সিন্দুর চলাকালীন সোফিয়া ও ব্যোমিকা একসঙ্গে সাংবাদিক সম্মেলন করতেন। রামগোপাল দাবি করেছেন, সোফিয়া মুসলিম হওয়ায় বিজেপির মন্ত্রী তাঁকে আক্রমণ করেছেন, আর ব্যোমিকাকে রাজপুত সম্প্রদায়ের মনে করায় তাঁকে কিছু বলেননি বিজয়। আসলে তিনি অনগ্রসর শ্রেণির। এছাড়া ডিরেক্টর জেনারেল অব এয়ার অপরাশেনস তথা এয়ার মার্শাল এ কে ভারতীর ‘জাত’ সম্পর্কেও বিজেপি নেতারা ওয়াকিবহাল ছিলেন না বলেও মন্তব্য করেছেন রামগোপাল। সপা নেতার দাবি, ব্যোমিকা ও এয়ার মার্শাল ভারতী দুজনেই ‘অনগ্রসর’ সম্প্রদায়ের।
রামগোপালের মন্তব্য ছড়িয়ে পড়তেই পাল্টা আক্রমণে নামে বিজেপিও। এক্স হ্যান্ডলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ লেখেন, ভারতীয় সেনার সম্পর্কে সপা নেতার মনোভাব কত সংকীর্ণ, তা তাঁর মন্তব্যেই স্পষ্ট হয়ে গিয়েছে। আদিত্যনাথ আরও জানিয়েছেন, সেনাবাহিনীকে ‘জাতপাতে’র চোখ দিয়ে দেখা উচিত নয়। কোনও সেনা আলাদা করে ধর্ম বা জাতের প্রতিনিধিত্ব করেন না, তাঁরা প্রত্যেকেই রাষ্ট্রধর্ম পালন করেন।
মোরাদাবাদে একটি সভায় ভাষণ দিচ্ছিলেন রামগোপাল। সেখানে তিনি বলেন, ‘বিজেপি এখন তিরঙ্গা যাত্রা বের করছে। ওরা সব কিছুই নির্বাচনের জন্য করে। এখন তিরঙ্গা যাত্রা করার বদলে পুরো দেশের, সব রাজনৈতিক দলের সমর্থন আদায় করা বেশি গুরুত্বপূর্ণ ছিল। অপারেশন সিন্দুরে যাঁরা লড়াই করেছেন, তাঁরা কি বিজেপির লোক?’ এরপরই সোফিয়া সম্পর্কে মধ্যপ্রদেশের মন্ত্রীর প্রসঙ্গ টেনে আনেন রামগোপাল। তিনি বলেন, ‘ব্যোমিকা হরিয়ানার জাটভ সম্প্রদায়ের আর এয়ার মার্শাল ভারতী পূর্ণিয়ার যাদব সম্প্রদায়ের। তাই তাঁরা সকলেই পিডিএ (পিছড়া, দলিত ও অল্পসংখ্যক)। মুসলিম বলে একজনকে আক্রমণ করা হচ্ছে, আর অন্যজনকে রাজপুত মনে করে ছাড় দেওয়া হচ্ছে।
related_post
রাশিফল
-
আজকের রাশিফল
- post_by Admin
- জুন 25, 2025
অমৃত কথা
-
সেবা
- post_by বর্তমান
- জুন 25, 2025
এখনকার দর
-
নিফটি ব্যাঙ্ক
- post_by Admin
- জুন 24, 2025
-
নিফটি ৫০
- post_by Admin
- জুন 24, 2025
-
রুপোর দাম
- post_by Admin
- জুন 25, 2025
-
সোনার দাম
- post_by Admin
- জুন 25, 2025
-
ইউরো
- post_by Admin
- জুন 25, 2025
-
পাউন্ড
- post_by Admin
- জুন 25, 2025
-
ডলার
- post_by Admin
- জুন 25, 2025