প্রশিক্ষণপ্রাপ্তের সংখ্যা সাকুল্যে ৩৫ হাজারও পেরোয়নি, মুখ থুবড়ে পড়েছে মোদির পিএম-দক্ষ কর্মসূচি
অন্যান্য কেন্দ্রীয় সরকারি প্রকল্প এবং কর্মসূচির মতোই ঘটা করে ঘোষণা হয়েছিল ঠিকই। কিন্তু বাস্তবে কার্যত মুখ থুবড়ে পড়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাধের পিএম-দক্ষ কর্মসূচি।

বর্তমান ওয়েবডেস্ক
জুন ২৪, ২০২৫
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অন্যান্য কেন্দ্রীয় সরকারি প্রকল্প এবং কর্মসূচির মতোই ঘটা করে ঘোষণা হয়েছিল ঠিকই। কিন্তু বাস্তবে কার্যত মুখ থুবড়ে পড়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাধের পিএম-দক্ষ কর্মসূচি। এই কর্মসূচির মাধ্যমে মূলত শারীরিক প্রতিবন্ধী, আর্থ সামাজিক দিক থেকে পশ্চাদপদদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান দিয়ে সমাজের মূল স্রোতে ফেরাতে চেয়েছে কেন্দ্রীয় সরকার। আর সেইমতোই এই সংক্রান্ত ঘোষণা হয়েছিল। কিন্তু সেই কর্মসূচিই লক্ষ্য একপ্রকার বিশ বাঁও জলে পড়েছে। জানা
যাচ্ছে, ২০২৪-২৫ আর্থিক বছরে এই কর্মসূচিতে প্রশিক্ষণ প্রাপ্তর সংখ্যা সারা দেশে সাকুল্যে ৩৫ হাজারেও পৌঁছয়নি। শুধু তাই নয়। প্রশিক্ষণের জন্য রাজ্যে রাজ্যে অর্থ বরাদ্দও নামমাত্র হয়েছে। এই কথা বলছে সামাজিক ন্যায়বিচার মন্ত্রক।
২০২১-২২ আর্থিক বছর থেকে ২০২৫-২৬ অর্থবর্ষের মধ্যে এহেন প্রায় ২ লক্ষ ৭১ হাজার মানুষকে প্রশিক্ষণ দেওয়ার অর্থেই পিএম-দক্ষের মতো কেন্দ্রীয় সরকারি কর্মসূচি গৃহীত হয়েছে। কর্মসূচি বাস্তবায়নের জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় ৪৫০ কোটি ২৫ লক্ষ টাকা। কিন্তু আদতে যে লক্ষ্যমাত্রার ধারেকাছেও পৌঁছনো যায়নি, সামাজিক ন্যায়বিচার মন্ত্রকের একটি আর্থিক বছরের রিপোর্টেই তা স্পষ্ট হয়ে গিয়েছে। ওই রিপোর্ট থেকে দেখা যাচ্ছে যে, ২০২৪-২৫ অর্থবর্ষে এই কর্মসূচির আওতায় সারা দেশে মাত্র ৩০ হাজার ৬৬০ জনকে প্রশিক্ষণের ব্যবস্থা করা সম্ভব হয়েছে। এই লক্ষ্যে অনুমোদিত বরাদ্দের পরিমাণ ১১০ কোটি ৭৮ লক্ষ টাকা।
বিজেপি শাসিত উত্তরপ্রদেশের জন্য বরাদ্দ হয়েছে ৩০ কোটি ৮৩ লক্ষ টাকা। অনুমোদিত প্রশিক্ষণ প্রাপ্তদের সংখ্যা ৮ হাজার ১৪৪ জন। বিজেপি শাসিত রাজ্য ত্রিপুরার জন্য মাত্র ৭৫ লক্ষ টাকার বরাদ্দ করা হয়েছে। প্রশিক্ষণ পেয়েছেন ২০২ জন। আরও এক বিজেপি শাসিত রাজ্য উত্তরাখণ্ডের জন্য দু’কোটি টাকাও দেওয়া হয়নি। বরাদ্দ হয়েছে ১ কোটি ৮১ লক্ষ টাকা। প্রশিক্ষণপ্রাপ্তর সংখ্যা ৫৭০ জন। ডাবল ইঞ্জিন রাজ্য মধ্যপ্রদেশে ২৩ কোটি ১১ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। মহারাষ্ট্রে হয়েছে ১৪ কোটি ১৮ লক্ষ টাকা। ওই দু’টি ডাবল ইঞ্জিন রাজ্যে পিএম-দক্ষের আওতায় প্রশিক্ষণ পেয়েছেন যথাক্রমে ৬ হাজার ২৩১ জন এবং ৩ হাজার ৭৭৩ জন। ত্রিপুরার মতোই গুজরাতে এক কোটিরও কম অর্থ বরাদ্দ হয়েছে। এমনকী গুজরাত সরকার ত্রিপুরার থেকেও কম টাকা পেয়েছে। মাত্র ৭২ লক্ষ টাকা। গুজরাতে প্রশিক্ষণ পেয়েছেন ২৬৬ জন। বিজেপি শাসিত হরিয়ানায় বরাদ্দকৃত অর্থের পরিমাণ ১ কোটি ৮৬ লক্ষ টাকা। প্রশিক্ষণপ্রাপ্ত ৬৬৯ জন। কোনও রাজ্যেই প্রশিক্ষণ প্রাপ্তের সংখ্যা এক অর্থবর্ষে ১০ হাজারও পেরয়নি। বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যের পরিস্থিতি দেখেই দেশের ছবি অনুমান করা যাচ্ছে।
tags
related_post
অমৃত কথা
-
অবিদ্যা
- post_by বর্তমান
- জুলাই 17, 2025
এখনকার দর
-
ইউরো
- post_by Admin
- জুলাই 17, 2025
-
পাউন্ড
- post_by Admin
- জুলাই 17, 2025
-
ডলার
- post_by Admin
- জুলাই 17, 2025
-
নিফটি ব্যাঙ্ক
- post_by Admin
- জুলাই 16, 2025
-
নিফটি ৫০
- post_by Admin
- জুলাই 16, 2025
-
রুপোর দাম
- post_by Admin
- জুলাই 17, 2025
-
সোনার দাম
- post_by Admin
- জুলাই 17, 2025