বৃহস্পতিবার, 17 জুলাই 2025
Logo
  • বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

সন্দেশখালিতে আগুনে ভস্মীভূত বাড়ি

বিদ্যুতের তার ছিঁড়ে ভয়াবহ আগুনে ছাই হয়ে গেল বসত বাড়ি। ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা। ঘটনাটি ঘটেছে সন্দেশখালির ভাঙা তুষখালি মাঝেরপাড়ায়। 

সন্দেশখালিতে আগুনে ভস্মীভূত বাড়ি

সংবাদদাতা, বসিরহাট: বিদ্যুতের তার ছিঁড়ে ভয়াবহ আগুনে ছাই হয়ে গেল বসত বাড়ি। ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা। ঘটনাটি ঘটেছে সন্দেশখালির ভাঙা তুষখালি মাঝেরপাড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত আনুমানিক ২টো নাগাদ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। গ্রামের বাসিন্দা সিরাজুন বিবির বাড়ির উপর ছিঁড়ে পড়ে হাইভোল্টেজ বিদ্যুতের তার। বিদ্যুতের স্পর্শে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে। পরিবারটি ঘুমিয়ে থাকায় আগুন টের পেতে কিছুটা সময় লেগে যায়। ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে গোটা ঘরে। পরিবারের সদস্যরা কোনওরকমে প্রাণে রক্ষা পেলেও ঘরের ভিতরে থাকা নগদ কুড়ি হাজার টাকা, মূল্যবান আসবাবপত্র, জামাকাপড়, গুরুত্বপূর্ণ নথিপত্র সব কিছুই পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে পরিবারটি জানিয়েছে, অন্তত এক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। স্থানীয়রা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও রক্ষে হয়নি। আগুনে সমস্ত কিছুই ভস্মীভূত হয়ে গিয়েছে। গ্রামবাসীরা বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। 

রাশিফল