কলকাতা

ভূগর্ভস্থ নিকাশি ব্যবস্থার ‘হারানো’ ফরাসি নকশা খুঁজতে ‘গোয়েন্দা’ তলব চন্দননগরে

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ফরাসি আমলের ভূগর্ভস্থ নিকাশি। তার ‘হারানো নকশা’ খুঁজতে ‘গোয়েন্দা’ তলব করছে চন্দননগর পুরসভা। যুগ যুগ আগে বিদেশি বাস্তকারদের তৈরি সে নিকাশি অনেকটা ভুলভুলাইয়ার মতো। কোথাও খিলান। কোথাও সিঁ‌ড়ি। আঁকাবাঁকা অলিগলি। উঁচুনিচু ছাদ। বিদেশি বাস্তুকারদের বানানো সে নিকাশির নকশাও জটিল। এদিকে সময়ের নিয়মে তা ক্ষতিগ্রস্ত হচ্ছে। রোজই মেরামতের প্রয়োজন পড়ছে। কিন্তু নকশা না থাকায় মেরামত করতে গিয়ে সমস্যায় পড়ছেন বর্তমান সময়ের বাস্তুকাররা। পরিষেবা বজায় রাখতে নিকাশির নকশা হাতে পাওয়া আশু প্রয়োজন। সে কারণেই ফেলুদা-ব্যোমকেশদের নিয়োগের সিদ্ধান্ত পুরসভার। তাঁরা পুঙ্খনাপুঙ্খ পরীক্ষানিরীক্ষা করে আন্দাজ করবেন নিকাশির গতিপথ। তারপর সেই বুঝে নকশা তৈরি করবেন। যা দেখে সংস্কার কাজ করবেন পুরসভার ইঞ্জিনিয়াররা। 
পুরসভা জানিয়েছে, গোয়েন্দা আসলে পেশায় বাস্তুকার। তাঁরা আধুনিক যন্ত্রপাতির সাহায্যে ভূগর্ভস্থ নিকাশির তত্ত্বতালাশ করবেন। তারপর নকশা তৈরি করবেন। কয়েকটি সংস্থার সঙ্গে কথা হয়েছে পুর কর্তৃপক্ষের। তারপর এই কাজের জন্য টেন্ডার ডাকার সিদ্ধান্ত হয়েছে। চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী বলেছেন, ‘বহু বছর ধরে ভূগর্ভস্থ নালার নকশা না থাকার বিষয়টি আমাদের ভোগাচ্ছে। সে কারণে এবার ‘গোয়েন্দা’ তলব করার সিদ্ধান্ত হয়েছে। আমরা একটি পেশাদার সংস্থাকে দিয়ে গোটা শহরের নিকাশি ব্যবস্থার নিখুঁত নকশা তৈরি করাব। যাতে কোথাও সমস্যা হলে সে নকশা দেখে সমাধানের পরিকল্পনা করা যায়।’ তিনি জানান, ফরাসি আমলে এই ভূর্গভস্থ নকশা তৈরি হয়েছিল। কিন্তু সেই নথি বহু চেষ্টার পরও খুঁজে পাওয়া যায়নি। ফলে এখন কিছুটা অবৈজ্ঞানিকভাবেই সংস্কার কাজ হচ্ছে। তাতে সুবিধার থেকে বেশি অসুবিধার মুখোমুখি হতে হচ্ছে কর্মীদের। চন্দননগরের বাসিন্দা চিত্রশিল্পী সজল মিত্র বলেন, ‘আধুনিক সময়ের নিরিখে উপযুক্ত পদক্ষেপ। ফরাসি আমলের নিকাশি ব্যবস্থার উপর শহরটি দাঁড়িয়ে। অথচ সেই ব্যবস্থার কোনও নকশা নেই! এটা ভাবা যায় না। মনে রাখতে হবে, শেষপর্যন্ত ভোগান্তি হচ্ছে বাসিন্দাদেরই।’ 
পুরসভা সূত্রে জানা গিয়েছে, সাবেক ফরাসি শহরে পুরনো আমলের ভূগর্ভস্থ নিকাশি ব্যবস্থা অনেকটা সুবিধে দিয়েছে। কিন্তু পুরনো কাঠামোতে ক্ষয় ধরা, নতুন নির্মাণ কাজ করার জেরে সমস্যা তৈরি হয়েছে। সম্প্রতি একাধিক ক্ষেত্রে পুরসভাকে তা ভুগিয়েওছে। গত কয়েক বছরে স্ট্র্যান্ড রোড সহ একাধিক জায়গায় রাস্তা বসে গিয়ে সমস্যা তৈরি হয়েছে। জগদ্ধাত্রী পুজো মরশুমেই হাটখোলার নিকাশি সংস্কার করতে গিয়ে রাস্তা এক মানুষ পর্যন্ত ধসে যায়। এরপর আর সময় নষ্ট করতে চান না পুরকর্তারা। ‘উধাও’ ফরাসি নকশা উদ্ধারে ‘গোয়েন্দা’ তলবের পরিকল্পনা চূড়ান্ত করেছে।  চন্দননগরের রাস্তায় ধস। -নিজস্ব চিত্র
5h 5m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসায়িক কাজকর্ম ভালো হবে। ব্যবসার প্রসারযোগও বিদ্যমান। উচ্চশিক্ষায় সন্তানের বিদেশ গমনের সুযোগ আসতে পারে। গৃহশান্তি...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০০ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
20th     November,   2024
দিন পঞ্জিকা