কলকাতা

বেহালা থেকে বাগুইআটি ৮০০ টাকা! হলুদ ট্যাক্সির আকাশছোঁয়া ভাড়ার প্রতিবাদ করায় মারধর, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেহালা থেকে যাবেন বাগুইআটি। অ্যাপ ক্যাব বলছে ভাড়া প্রায় ৫০০ টাকা। তাই স্থানীয় এক ট্যাক্সিচালককে ভাড়া করতে যান পর্ণশ্রী এলাকার মাঝবয়সি এক ব্যক্তি। টাক্সিচালকের হাঁক— ‘৮০০ টাকা দিতে হবে।’ এত বেশি টাকায় যেতে নিমরাজি হন আরোহী। তাতেই তীব্র ক্ষিপ্ত হয় ৫৪ বছরের ট্যাক্সিচালক। ‘যাবেনই না যখন, তাহলে ডাকা হল কেন?’ এই ইস্যুতে প্রথমে বচসা-তর্কাতর্কি শুরু হয়। পরিস্থিতি আরও উত্তপ্ত হলে ট্যাক্সি থেকে লোহার রড বের করে আরোহীকে বেধড়ক মারল ট্যাক্সিচালক। তাতে যোগ দিল তার ছেলেও। 
সোমবার রাতে পর্ণশ্রী থানা এলাকার সারদা মা উপনিবেশের সামনে ঘটনাটি ঘটে। ট্যাক্সিচালক ও তার ছেলের মারে পা ও কোমর ভেঙে গিয়েছে আরোহীর। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ট্যাক্সিচালক চন্দন মল্লিক (৫৪) ও বিজয় মল্লিককে (২৪)। তাদের মঙ্গলবার আলিপুর আদালতে পেশ করা হয়। পুলিস সূত্রে খবর, বাগুইআটিতে এক আত্মীয়ের বাড়ি যাওয়ার জন্য ট্যাক্সি ভাড়া করতে যান আরোহী। চালককে বাড়ির সামনে আসতে বলেন তিনি। সেখানে এসে দাঁড়ায় ট্যাক্সিচালক চন্দন। অভিযোগ, প্রথমে হাজার টাকা দাবি করা হয়। কিন্তু, অ্যাপে দেখানো ক্যাবের ভাড়ার কথা জানালে ২০০ টাকা কম করে চন্দন। কিন্তু, সেই টাকাও অত্যন্ত বেশি চাওয়া হয়েছে বলে দাবি আরোহীর। ওই ট্যাক্সিতে যাবেন না বলে ঠিক করেন মাঝবয়সি ওই ব্যক্তি। তাতেই বেজায় ক্ষিপ্ত হয় ট্যাক্সিচালক। 
আরোহীর অভিযোগ, বাড়ির সামনে যেহেতু ট্যাক্সিচালককে ডাকা হয়েছে, তাই তার গাড়িতেই যেতে হবে। অন্যথায় তেলের টাকা দিতে হবে আরোহীকেই— এমনই অযৌক্তিক দাবি করে চন্দন। তখনই দু’পক্ষের মধ্যে বচসা হয়। ফোন করে ছেলেকে ডাকে ট্যাক্সিচালক। পুলিস জানিয়েছে, চন্দন ওই এলাকারই বাসিন্দা। তাই দ্রুত ঘটনাস্থলে চলে আসে ছেলে বিজয়। এরপরেই আরোহীকে ব্যাপক মারধর শুরু করে তারা। আর্তনাদ শুনে ছুটে আসেন স্থানীয়রা। তারাই বাধা দেয় ট্যাক্সিচালক ও তার ছেলেকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পর্ণশ্রী থানার পুলিস। গ্রেপ্তার করা হয় দু’জনকে। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিস। সূত্রের দাবি, গুরুতর জখম ওই আরোহী। তিনি সুস্থ হলে তাঁর বয়ান রেকর্ড করবে পুলিস।
1d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসায়িক কাজকর্ম ভালো হবে। ব্যবসার প্রসারযোগও বিদ্যমান। উচ্চশিক্ষায় সন্তানের বিদেশ গমনের সুযোগ আসতে পারে। গৃহশান্তি...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০০ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
20th     November,   2024
দিন পঞ্জিকা