কলকাতা

‘ছেলের শরীর খারাপ’, অজুহাতে চুরির সাইকেল বিক্রি করতে গিয়ে ধৃত যুবক

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেচারাম চ্যাটার্জি রোডের বঙ্কিম পল্লির ভরা বাজার। তার মধ্যে থেকেই গায়েব ১০ হাজার টাকার রেসিং সাইকেল। সেই কেসের তদন্তে নেমে এলাকারই এক যুবককে গ্রেপ্তার করল পর্ণশ্রী থানার পুলিস। ধৃতের নাম রাজেশ চিতি ওরফে ভুতে (২৪)। অভিযোগ, অভিনব কায়দায় ভরা বাজার থেকে সাইকেল চুরি করে অন্য বাজারে কম দামে বিক্রি করে দিত সে। ‘সদ্যোজাত শিশুপুত্রের শরীর খারাপ, তাই চিকিৎসার খরচ তুলতে প্রিয় সাইকেল বেচতে বাধ্য হচ্ছি’— এই অজুহাত দিয়েই প্রায় চল্লিশের বেশি চুরি করা সাইকেল সে বিক্রি করে দিয়েছে। এমনই দাবি তদন্তকারীদের। 
প্রায় মাস ছ’য়েক ধরে পর্ণশ্রী থানা এলাকায় একের পর এক সাইকেল চুরির অভিযোগ ওঠে। বেশিরভাগ ক্ষেত্রেই ঘটনাস্থল কোনও জনবহুল বাজার। পাশাপাশি, একাধিক বাড়ির ভিতর থেকেও সাইকেল গায়েব হয়ে গিয়েছে। কম দামি সাইকেল হওয়ায় কেউই পুলিসের দ্বারস্থ হননি। কিন্তু, অভিযুক্তের কাল হল ১০ হাজারি রেসিং সাইকেল চুরি করে। সপ্তাহ দু’য়েক আগে বঙ্কিম পল্লির বাজার থেকে হাপিস হয়ে যায় সেই সাইকেলটি। পর্ণশ্রী থানায় লিখিত অভিযোগ করেন সাইকেলের মালিক। তদন্তে নামে থানা। কিন্তু, ঘটনাস্থল বা তার আশপাশে কোনও সিসি ক্যামেরা নেই। তাই প্রাথমিকভাবে সাইকেল রহস্যের কিনারা করতে বেগ পেতে হয় পুলিসকে। এলাকায় খোঁজ নিতে গিয়ে তদন্তকারীরা জানতে পারেন, আগেও বঙ্কিম বাজার থেকে একাধিক সাইকেল চুরি হয়েছে। 
কোনও একটি চক্র চুরির কাজ করছে, এই সন্দেহে বিভিন্ন বাজারে গোপন সোর্স মোতায়েন করে পর্ণশ্রী থানা। তদন্তকারীরা জানতে পারেন, মাঝেমধ্যেই রাজেশ নামে এক যুবক বিভিন্ন ধরনের সাইকেল এলাকায় এলাকায় ঘুরে ঘুরে বিক্রি করে। প্রত্যেকবারই ছেলের শরীর খারাপের অজুহাত দেয় সে। কিন্তু, এত সাইকেল যুবক পাচ্ছে কোথায়? সিসি ক্যামেরার ফুটেজ থেকে অভিযুক্তকে চিহ্নিত করে পুলিস। অভিযুক্তকে থানায় তুলে এনে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। তাতেই খোলসা হয় গোটা রহস্য। 
পুলিসের দাবি, তিন ইঞ্চির একটি লোহার পেরেক দিয়ে সাইকেলের লক ভেঙে চুরি করে নিত সে। সাইকেল নিয়ে যাওয়া হতো এলাকারই একটি পরিত্যক্ত বাড়িতে। পরে সুযোগ বুজে কম দামে তা বিক্রি করে দেওয়া হতো। অভিযুক্তকে সঙ্গে নিয়েই ওই বাড়িতে অভিযান চালায় পুলিস। বাজেয়াপ্ত করা হয়েছে চুরি যাওয়া পাঁচটি সাইকেল। জেরায় অভিযুক্ত জানিয়েছে, প্রায় পঞ্চাশের বেশি সাইকেল হাপিস করে দিয়েছে সে। 
1d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসায়িক কাজকর্ম ভালো হবে। ব্যবসার প্রসারযোগও বিদ্যমান। উচ্চশিক্ষায় সন্তানের বিদেশ গমনের সুযোগ আসতে পারে। গৃহশান্তি...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০০ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
20th     November,   2024
দিন পঞ্জিকা