কলকাতা

রিষড়ায় জনস্রোত, নির্বিঘ্নে সম্পন্ন জগদ্ধাত্রীর নিরঞ্জন

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: আরও একবার ভিড় আছড়ে পড়ল রিষড়ায়।  উৎসব মরশুমের শেষ পর্ব উদযাপন করতে কাতারে কাতারে মানুষ ভিড় জমালেন রাজপথে। বৃহস্পতিবার রাতে জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রাকে কেন্দ্র করে আরও একবার আলোর বন্যায় ভেসে গেল রিষড়া। শোভাযাত্রার নির্দিষ্ট পথের দু’ধারে থইথই ভিড়। ২৮টি পুজো নিয়ে শোভাযাত্রা হলেও গভীর রাত পর্যন্ত আনন্দমুখর হয়ে রইল মানুষের কলরবে। উৎসব মরশুমের শেষ পর্বের আনন্দটুকু নিংড়ে নিতে আবালবৃদ্ধের উৎসাহ ছিল দেখার মত। আশেপাশের শহরের মানুষও ভিড় জমিয়েছিলেন। জলপথে এসেছিলেন পাশের জেলার মানুষও। জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রাকে কেন্দ্র করে গভীর রাত পর্যন্ত শহর ছিল সরগরম।
বৃহস্পতিবার সকাল শুরু হয়েছিল জগদ্ধাত্রীর ভাসান দিয়ে। বিকেল পর্যন্ত শহরের বিভিন্ন গঙ্গার ঘাটে ভাসান হয়েছে। ছিল পুলিস ও প্রশাসনের নিরাপত্তা। তবে শহরজুড়ে অপেক্ষা ছিল রাতের শোভাযাত্রার আলোর মায়াজালের। সন্ধ্যা থেকেই জমাট বাধতে শুরু করে ভিড়। রাত যত বেড়েছে শহর এসে জমাট বেঁধেছে শোভাযাত্রার জন্য নির্ধারিত রাস্তার দু’ধারে। রাত সাড়ে আটটায় কিছু পরে শুরু হয়েছিল শোভাযাত্রা।  মনোহর প্রতিমা থেকে অনিন্দ্যসুন্দর আলোয় সেজে একটা করে লরি এসেছে আর উৎসাহে, উল্লাসে ফেটে পড়েছে মানুষ। রাত গভীর হয়েছে, বেড়েছে গর্জন। শেষপর্বের আনন্দ উদযাপন ঘিরে ভিড়ের ইঙ্গিত ছিলই। তাই ছিল জমাট পুলিসি নিরাপত্তা। জলপথেও ছিল কড়াকড়ি। জেলা প্রশাসন জানিয়েছে, বিকেল পর্যন্ত ভাসানপর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। গভীর রাত পর্যন্ত শোভাযাত্রাও হয়েছে। 
2h 2m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

চাকরিজীবীদের কর্মোন্নতি ও পদোন্নতির সঙ্গে বেতন বৃদ্ধির যোগ। যানবাহন চালনায় সতর্ক হন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা