কলকাতা

জঞ্জালের স্তূপে খণ্ডবিখণ্ড মানবদেহ, শোরগোল বারাসত মেডিক্যাল চত্বরে

নিজস্ব প্রতিনিধি, বারাসত: বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আবর্জনার স্তূপে পড়ে রয়েছে ক্ষতবিক্ষত মানব দেহ। তা থেকেই বেরচ্ছে দুর্গন্ধ। বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রচুর মানুষ এসে ভিড় জমান সেখানে। হাসপাতালের সাফাই কর্মীরা এসে সেই মৃতদেহ প্যাকেটবন্দি করে নিয়ে যান। তবে বারাসত মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের দাবি, অ্যানাটমি বিভাগের প্র্যাক্টিক্যাল ক্লাসের জন্য দেহটি আনা হয়েছিল। তবে এভাবে দেহটি পড়ে থাকার কথা নয়। কোথাও কোনও সমস্যা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
বৃহস্পতিবার সকালেই বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালে আশপাশে গেলেই কটু গন্ধ ভেসে আসে নাকে। দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েন চিকিৎসা করাতে আসা রোগী ও তাঁদের পরিজনরা। হাসপাতালের মর্গের পাশেই রয়েছে আবর্জনা ফেলার একটি অস্থায়ী জায়গা। সেটির চারদিক ঘেরা। তার ভিতর থেকেই পচা গন্ধ আসছিল। সাফাই কর্মীরা গিয়ে দেখেন, সেখানে নীল, হলুদ ও কালো রংয়ের প্লাস্টিকের একাধিক পুঁটলি পড়ে রয়েছে। ওই পুঁটলির স্তূপ সরাতেই মেলে মানবদেহের খণ্ডিত অংশ। পড়ে রয়েছে মাথা, হাত, চোখ, দাঁত সহ শরীরের একাধিক অংশ। আবর্জনা স্তূপে মৃতদেহ এল কীভাবে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। হাসপাতালের সাফাইকর্মী নিতাই মণ্ডল বলেন, প্রতিদিনই হাসপাতালের নোংরা, আবর্জনা এই ডাস্টবিনে ফেলতে আসি। এদিন দেখলাম একজন মানুষের খণ্ডবিখণ্ড দেহ পড়ে রয়েছে।
এ নিয়ে হাসপাতালের সাফাই বিভাগের সুপারভাইজার রঞ্জিত মুখোপাধ্যায় বলেন, এটা কোনও বেওয়ারিশ দেহ নয়। মেডিক্যাল কলেজের ছাত্রছাত্রীদের পরীক্ষার জন্য দেহটি আনা হয়েছিল। পরে আমরা দেহটি সরিয়ে দিয়েছি। এদিন বারাসত হাসপাতালে চিকিৎসার জন্য এসেছিলেন কৃষ্ণচন্দ্র পাল। তিনি বলেন, আগে অনেকবার এই হাসপাতালে এসেছি। কিন্তু কখনও এভাবে মৃতদেহ পড়ে থাকতে দেখিনি। কীভাবে দেহটি ওই আবর্জনার স্তূপের মধ্যে এল? হতে পারে দেহটি পড়ুয়াদের কাটাছেঁড়ার জন্য আনা হয়েছিল। তবে তা সঠিকভাবে সংরক্ষণ করা উচিত। না হলে এই পচন ধরা দেহ থেকে সংক্রমণ ছড়াতে পারে। এ ব্যাপারে কর্তৃপক্ষের সচেতন হওয়া দরকার। 
এদিন দুপুরে দেহাংশগুলি প্যাকেটে ভরে অন্যত্র নিয়ে যায় কলেজ কর্তৃপক্ষ। আর এনিয়ে কলেজের এমএসভিপি ডাঃ অভিজিৎ সাহা বলেন, ‘প্রাথমিকভাবে মৃতদেহ নিয়ে কিছুটা হলেও আতঙ্ক ছড়িয়েছিল। অ্যানাটমি বিভাগের ছাত্রছাত্রীদের প্র্যাক্টিক্যাল ক্লাসের জন্য মানবদেহ প্রয়োজন হয়। এক্ষেত্রে সেটাই হয়েছে। কিন্তু দেহটি বাইরের ডাস্টবিনে কীভাবে গেল, তা খতিয়ে দেখা হচ্ছে। যে এজেন্সি হাসপাতালের আবর্জনা নিয়ে যায়, তাদের জিজ্ঞাসাবাদ করা হবে’।
2h 2m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

চাকরিজীবীদের কর্মোন্নতি ও পদোন্নতির সঙ্গে বেতন বৃদ্ধির যোগ। যানবাহন চালনায় সতর্ক হন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা