দক্ষিণবঙ্গ

কুমির আতঙ্কে তর্পণ-ভীতি কালনার বিভিন্ন গঙ্গার ঘাটে

সংবাদদাতা, কালনা: আর দু’দিন বাদে মহালয়ার পিতৃ তর্পণ। কালনায় ভাগীরথী নদীর মালতীপুর, মহিষমর্দিনীতলা, জালুইডাঙা সহ বিভিন্ন স্নানের ঘাটে তর্পণে অংশ নেবেন হাজার হাজার মানুষ। এরই মধ্যে কালনা ও কাটোয়ায় ভাগীরথী নদীতে পরপর দুটি কুমির উদ্ধার হওয়ায় তর্পণে জলে নামতে আতঙ্ক দেখা দিয়েছে মানুষের মধ্যে। এই নিয়ে চিন্তিত প্রশাসন থেকে সাধারণ মানুষ। মঙ্গলবার এ নিয়ে ধাত্রীগ্রাম মালতীপুর ভাগীরথী নদীর স্নানঘাট পরিদর্শন করেন মন্ত্রী স্বপন দেবনাথ। উপস্থিত ছিলেন ধাত্রীগ্রাম পঞ্চায়েত প্রধান অশোক চৌধুরী, উপপ্রধান সৌমিত্র গুপ্ত। 
বছর কয়েক ধরে কাটোয়া ও কালনা অঞ্চলের ভাগীরথী নদীতে বর্ষাকালে কুমিরের দেখা মিলছে। গত বছর ভাগীরথীতে কুমির দেখা যাওয়ায় প্রশাসন সতর্ক থেকে নদী পথে নজরদারিও চালায়। বনদপ্তর জল বোমা ফাটিয়ে মহালয়ার দিন তর্পণে বাড়তি সতর্কতা নেয়। দিন কয়েক আগে কাটোয়ায় ভাগীরথী নদীতে দেখা মেলে ১০ ফুটের একটি পুরুষ মগর প্রজাতির কুমিরের। বনদপ্তরের তৎপরতায় কুমিরটি ধরা পরে। এবার সোমবার রাতে খোদ কালনা শহরের জাপট পালপাড়ায় বসতি এলাকায় ঢুকে পড়ে পুর্ণবয়স্ক একটি সাড়ে ন’ফুটের মগর প্রজাতির কুমির। ফলে, এবার তর্পণে কুমির আতঙ্কে ভুগছে সাধারণ মানুষ। তাঁরা চান প্রশাসন বাড়তি সতর্কতা নিয়ে সুষ্ঠভাবে তর্পণের ব্যবস্থা করুক।
কালনার বাসিন্দা তুহিন মুখোপাধ্যায়, গোপাল চন্দ্র ঘোষ বলেন, অনেক বছর নদীর ঘাটে তর্পণ করে আসছি। এবার কাটোয়া ও কালনায় পরপর দু’টি কুমির ধরা পরায় চিন্তায় পড়ে গেছি। প্রশাসনের নিরাপত্তা ও সতর্কতায় তর্পণের ব্যবস্থা করা হলে ভালো হয়। মন্ত্রী বলেন, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন প্রান্ত থেকে ধাত্রীগ্রাম, মালতীপুরে ভাগীরথী নদীর ঘাটে হাজার হাজার মানুষ তর্পণ করতে আসেন। কালনা, কাটোয়ায় কুমির উদ্ধার হওয়ায় স্নানের ঘাটে নিরাপত্তার বিষয়ে পঞ্চায়েতকে বাঁশ ও নেট দিয়ে ঘিরে রাখার কথা বলা হয়েছে। শৌচাগার, মহিলাদের বস্ত্র পরিবর্তন, পানীয় জলের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের সঙ্গে এই বিষয়ে আলোচনা করা হবে। প্রয়োজনে জল বোমা ফাটিয়ে সতর্কতার ব্যবস্থা নেওয়া হবে। মহকুমা শাসক শুভম আগরওয়াল বলেন, শীঘ্রই আমরা বনদপ্তরের সঙ্গে কথা বলব। নিরাপত্তার বিষয়ে বনদপ্তর পুলিস ও মহকুমা প্রশাসন এক সঙ্গে কাজ করবে। সব রকম সতর্কতার ব্যবস্থা রাখা হবে। • কুমিরটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে। নিজস্ব চিত্র
13Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অর্থকড়ি আয় বৃদ্ধির সঙ্গে সাংসারিক সুখ বাড়বে। জটিল কর্ম সম্পাদনে সাফল্য ও ওপরওয়ালার আস্থালাভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা