দেশ

‘জয় হিন্দ পাপা!’ শহিদ কর্নেলকে শেষ বিদায় পুত্রের

চণ্ডীগড় ও নয়াদিল্লি (পিটিআই): পরণে জলপাই রঙের সেনা পোশাক। তেরঙ্গায় মোড়া বাবার কফিন বন্দি দেহের সামনে ডানহাতটি উঠে গেল স্যালুটের জন্য। অস্ফূট স্বরে ছ’বছরের কবীর বলে উঠল— ‘জয় হিন্দ পাপা!’ এক সেনা অফিসার তখন কবীরের হাত ধরে ছিলেন। দাদার দেখাদেখি পাশে দাঁড়ানো দু’বছরের বোন বান্নিও তাকে অনুসরণ করল। অনন্তনাগে শহিদ কর্নেলের শেষ যাত্রায় ছোট্ট ছেলের এই হৃদয় বিদারক ছবি নিমেষে ভাইরাল হয়। 
বুধবার রাতে কাশ্মীরের অনন্তনাগের কোকেরনাগে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ হন দুই সেনাকর্তা কর্নেল মনপ্রীত সিং ও মেজর আশিস ধনচাক এবং জম্মু-কাশ্মীর পুলিসের ডিএসপি হুমায়ুন ভাট। শুক্রবার গান স্যালুট ও পূর্ণ সামরিক মর্যাদায় তাঁদের শেষকৃত্য সম্পন্ন হল। ১৯ রাষ্ট্রীয় রাইফেলসের কমান্ডিং অফিসার মনপ্রীতকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য এদিন সকাল থেকেই মানুষের ঢল নেমেছিল মোহালির গ্রামে। তাঁর কফিনের সামনে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী, বোন, মা ও পরিবারের লোকেরা। কফিনের উপর ঝুঁকে থাকতে দেখা যায় কবীরকেও। ভিড়ের মধ্যে স্লোগান ওঠে— ‘ভারতমাতা কি সুপুত্র কি জয়!’ ‘ভারতমাতা কি জয়!’ গান স্যালুটের সময় একদৃষ্টে সেদিকে তাকিয়ে ছিল কবীর ও বান্নি। পাঞ্জাবের রাজ্যপাল বানওয়ারিলাল পুরোহিত, প্রাক্তন সেনাপ্রধান ভি পি মালিক, পাঞ্জাবের মন্ত্রী চেতন সিং জৌরামাজরা ও আনমোল গগন মান সহ একাধিক সেনা অফিসার ও পুলিস আধিকারিকরা পুষ্পস্তবক দিয়ে তাঁকে শ্রদ্ধা জানান। কর্নেলের স্কুলের একাধিক শিক্ষকও ভরউঞ্জিয়ানের শেষকৃত্যানুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রথম শ্রেণিতে কর্নেলের শিক্ষক ছিলেন আশা চাড্ডা। তিনি জানালেন, ‘মনপ্রীত আগাগোড়াই ছিল অত্যন্ত মেধাবী ছাত্র। ওর শিক্ষক হিসেবে আমার খুব গর্ব হচ্ছে।’
অপরদিকে, চোখের জলে শেষ বিদায় জানাল হল মেজর আশিস ধনচাককেও। মাত্র মাস দু’য়েক আগেই কন্যা সন্তানের বাবা হয়েছেন। অক্টোবরেই নতুন বাড়িতে ঢোকার কথা ছিল। কিন্তু, এক মাস আগেই পানিপথের বাড়িতে এল তাঁর কফিনবন্দি দেহ।  শহরে মেজরের বাড়ি থেকে বিনঝোল গ্রামের বাড়ির দৃরত্ব প্রায় আট কিলোমিটার। কিন্তু, শেষযাত্রায় জনপ্লাবন ঠেলে এই দূরত্ব অতিক্রম করতে সময় লাগল তিন ঘণ্টা। চোখের জলেই সকলে শেষ বিদায় জানালেন তাঁদের প্রিয় মেজরকে। 
অন্যদিকে, জম্মু-কাশ্মীরের বদগাঁওয়ে শেষকৃত্য সম্পন্ন হল শহিদ ডিএসপি হুমায়ুন ভাটের। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে উপত্যকায় নেমেছিল মানুষের ঢল। শেষকৃত্যানুষ্ঠানে উপস্থিত ছিলেন জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, পুলিস প্রধান দিলবাগ সিং সহ অন্যান্যরা।
14Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশাদারি কাজকর্মে উন্নতি ও আয় বৃদ্ধির যোগ। জ্ঞাতি শত্রুদের থেকে সতর্ক থাকবেন। স্বাস্থ্য খুব একটা...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা