দেশ

বারাণসী স্টেশনে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ২০০-র বেশি গাড়ি, দু’ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন

লখনউ, ৩০ নভেম্বর: উত্তরপ্রদেশের বারাণসী স্টেশনে বিধ্বংসী অগ্নিকাণ্ড। আজ, শনিবার ভোরে স্টেশনের গাড়ি পার্কিং এলাকায় আগুন লাগে। এই ঘটনায় কমপক্ষে ২০০টি গাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। এর মধ্যে বেশিরভাগই বাইক এবং স্কুটি। তবে হতাহতের কোনও খবর এখনও পর্যন্ত মেলেনি। প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
রেলের এক কর্মী জানিয়েছেন, শুক্রবার রাত ১১টা নাগাদ প্রথম একটি শর্ট সার্কিট হয়। তবে সেটিকে দ্রুত মেরামত করে ফেলা হয়। কিন্তু বেশ কয়েক ঘণ্টা পর এক যাত্রী তাঁকে পার্কিং এলাকায় প্রথম আগুন লাগার কথা জানান। খবর পেয়ে তিনি সেখানে ছুটে যান। কিন্তু ততক্ষণে অনেকটাই ছড়িয়ে পড়ে আগুন। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। খবর দেওয়া হয় দমকলকে। ঘটনাস্থলে উপস্থিত হয় রেল পুলিসও।
দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই প্রথমে আগুন লাগে এবং দ্রুত তা গোটা এলাকায় ছড়িয়ে পড়ে। প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কালো ধোঁয়া এবং কুয়াশার কারণে প্রাথমিকভাবে আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল আধিকারিকদের।
রেল পুলিসের আধিকারিক কুনওয়ার বাহাদুর সিং বলেন, “বাইকের পাশাপাশি বেশ কিছু সাইকেলও পুড়ে ছাই হয়ে গিয়েছে। শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান। তবে আমরা এই ঘটনার তদন্ত শুরু করেছি।”
3d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্বদেশের বা বিদেশের নামী প্রতিষ্ঠানে বিদ্যালাভের সুযোগ পেতে পারেন। সব কাজে কমবেশি সাফল্যের যোগ। আয়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা