দেশ

চেন্নাইতে এটিএম-এ টাকা তুলতে এসে বিদ্যুৎস্পৃষ্ট, মৃত্যু যুবকের

চেন্নাই, ৩০ নভেম্বর: এটিএম-এ টাকা তুলতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে আজ, শনিবার চেন্নাইয়ের মুঠিয়ালপেট এলাকায়। পুলিস সূত্রে খবর, মৃতের নাম চন্দন। তিনি ওড়িশার বাসিন্দা। জানা গিয়েছে, এদিন এলাকারই ওই এটিএম থেকে টাকা তুলতে এসেছিলেন এক পরিযায়ী শ্রমিক। অন্যদিকে, ঘূর্ণিঝড় ফেনজলের দাপটে চেন্নাইয়ের একাধিক এলাকা জলমগ্ন। মনে করা হচ্ছে তার মধ্যেই ওই এটিএমে কোনওভাবে খোলা ছিল বিদ্যুতের তার। সেটির সংস্পর্শে আসার ফলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অকুস্থলেই মৃত্যু হয় তাঁর। শক খেয়ে ছিটকে পড়েন। পরে জলে তাঁর দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। এরপর এলাকাবাসীরাই তাঁকে উদ্ধার করেন। নিয়ে যাওয়া হাসপাতালেও। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিস জানিয়েছে, চন্দনবাবু এলাকারই একটি শোরুমে কাজ করতেন। থাকতেন কোয়ার্টারে। প্রয়োজনে টাকা তুলতেই ওই এটিএমে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়। ইতিমধ্যেই তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ওড়িশায় তাঁর পরিজনদের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। শুরু হয়েছে তদন্ত।
3d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্বদেশের বা বিদেশের নামী প্রতিষ্ঠানে বিদ্যালাভের সুযোগ পেতে পারেন। সব কাজে কমবেশি সাফল্যের যোগ। আয়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা