দেশ

সিকিমের রংপোর কাছে বাস দুর্ঘটনা, মৃত ৬, জখম একাধিক

গ্যাংটক, ৩০ নভেম্বর: নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল যাত্রীবাহী বাস। দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর। জখম আরও ১৪ জন যাত্রী। পুলিস সূত্রে খবর, আজ শনিবার দুপুরে যাত্রী নিয়ে শিলিগুড়ি থেকে গ্যাংটকের উদ্দেশে রওনা দেয় বেসরকারি ওই বাসটি। এরপর সিকিম সীমানায় রংপোর কাছে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। রাস্তা থেকে বাসটি সোজা উল্টে পড়ে তিস্তা নদীর পাড় সংলগ্ন এলাকায়। খবর পেয়ে অকুস্থলে পৌঁছয় সিকিম ও কালিম্পং থানার পুলিস। পৌঁছয় উদ্ধারকারী দলও। দুর্ঘটনাগ্রস্ত বাসটির মধ্যে থেকে যাত্রীদের বের করে আনার কাজ শুরু হয়। ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। অপরদিকে ১৪ জন যাত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এই ঘটনায় কালিম্পংয়ের জেলাশাসক বালা সুব্রহ্মণ্যম টি বলেন, উদ্ধারকাজ চলছে। এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পেয়েছি। প্রায় ১৪ জন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। কী ভাবে দুর্ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখছে পুলিস। বর্তমানে দুর্ঘটনাগ্রস্ত বাসটি তিস্তা নদী তীরবর্তী জায়গায় পড়ে রয়েছে। সেটিকে সরানোর ব্যবস্থা করা হচ্ছে।
3d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্বদেশের বা বিদেশের নামী প্রতিষ্ঠানে বিদ্যালাভের সুযোগ পেতে পারেন। সব কাজে কমবেশি সাফল্যের যোগ। আয়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা