দেশ

দরজা খুলতেই গুলি, বিহারে খুন সাংবাদিক

নয়াদিল্লি: দরজা খোলামাত্রই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে বুক লক্ষ্য করে গুলি। ঘটনাস্থলেই প্রাণ হারালেন সাংবাদিক বিমল কুমার যাদব। শিউরে ওঠার মতো হত্যাকাণ্ডটি ঘটেছে শুক্রবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ। তাঁর বাড়ি আরারিয়া জেলার রানিগঞ্জ বাজার এলাকায়। মাত্র ৩৫ বছর বয়সি উদীয়মান এই সাংবাদিকের হত্যায় স্বাভাবিকভাবেই তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। 
পুলিস ও স্থানীয় সূত্রে খবর, এদিন ভোরে আচমকা বিমলের বাড়িতে হানা দেয় একদল দুষ্কৃতী। দরজায় ধাক্কার আওয়াজ শুনে ঘুম থেকে উঠে দরজা খোলেন তিনি। চোখের নিমেষে গুলি চালিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। গুলির আওয়াজ শুনে তৎক্ষণাৎ পুলিসকে খবর দেন স্থানীয়রা। মাত্র পাঁচ মিনিটের মধ্যেই পুলিস এলেও দুষ্কৃতীদের কোনও হদিশ মেলেনি। মর্মান্তিক এই ঘটনায় শোকপ্রকাশ করে দ্রুত তদন্ত শুরুর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। 
সাংবাদিক হত্যার খবর পেয়েই তদন্তকারীদের পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছন আরারিয়ার পুলিস সুপার অশোক কুমার সিং। তদন্ত শুরু করেছে ফরেন্সিক দল ও ডগ স্কোয়াড। এই ঘটনার সঙ্গে অনেকেই ২০১১ সালে মুম্বইয়ের সাংবাদিক জ্যোতির্ময় দে হত্যাকাণ্ডের মিল পেয়েছেন। আন্ডারওয়ার্ল্ড জগতের রোষের শিকার হয়েছিলেন সাংবাদিক ‘জে দে’। বাড়ির সামনেই তাঁকে ঝাঁঝরা করে দেয় দুষ্কৃতীরা। তবে বিমল যাদবের খুনের সঙ্গে তাঁর পেশা জগতের কোনও যোগ নেই বলে প্রাথমিকভাবে অনুমান পুলিসের। হত্যাকাণ্ডের নেপথ্যে প্রতিবেশীদের সঙ্গে পুরনো কোনও শত্রুতার যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিস। তদন্তকারীদের মতে, দু’বছর আগে ওই সাংবাদিকের ভাই কুমার শশীভূষণকে একইভাবে খুন করা হয়েছিল। সেই সময় তিনি ছিলেন স্থানীয় সরপঞ্চ। বিমল ছিলেন ভাইয়ের খুনের মূল প্রত্যক্ষদর্শী। দু’বছর আগের সেই হত্যাকাণ্ডের প্রমাণ লোপাটের জন্যই এদিন দাদা বিমলকে নিশানা করা হল কি না, তা খতিয়ে দেখছে পুলিস। 
সাংবাদিক হত্যাকাণ্ডের ঘটনায় নীতীশ কুমারের সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে বিরোধীরা। রাজ্যের বিজেপি প্রেসিডেন্ট সম্রাট চৌধুরীর দাবি, ‘বিহারে গণতন্ত্র বিপন্ন। স্বাধীনভাবে অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে আর সাধারণ মানুষকে নিশানা করছে। সাংবাদিক এমনকী পুলিস অফিসাররাও বিহারে খুন হচ্ছেন। নীতীশ কুমারের নেতৃত্বাধীন ‘ঘমন্ডিয়া’ (অহংকারী) সরকারের আমলে অপরাধপ্রবণতাই যেন স্বাভাবিক নিয়ম হয়ে গিয়েছে।’ একই সুরে লোক জনশক্তি পার্টির প্রেসিডেন্ট চিরাগ পাসোয়ান বলেন, ‘নীতীশ কুমার আর তাঁর সহযোগীরা চিৎকার করছেন যে, বিহারে গণতন্ত্রকে আঘাত করা হচ্ছে। আসল কথা হল, তাঁরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ (সংবাদমাধ্যম)-কে রক্ষাই করতে পারেননি।’ 
15Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশাদারি কাজকর্মে উন্নতি ও আয় বৃদ্ধির যোগ। জ্ঞাতি শত্রুদের থেকে সতর্ক থাকবেন। স্বাস্থ্য খুব একটা...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা