দেশ

চিরাচরিত পেশার সঙ্গে যুক্তদের জন্য কেন্দ্রের ‘পিএম বিশ্বকর্মা’ যোজনা

নয়াদিল্লি:  মঙ্গলবার স্বাধীনতা দিবসের ভাষণে ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  তারপর দিই ‘পিএম বিশ্বকর্মা’ যোজনার আর্থিক সহায়তার খুঁটিনাটি জানিয়ে দিল কেন্দ্র। তাতে বলা হয়েছে, চিরাচরিত দক্ষতা নির্ভর পেশার সঙ্গে যুক্তরা ৩ লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকিতে ঋণ পাবেন। নির্দিষ্ট করে ১৮টি পেশাকে এর জন্য বেছে নেওয়া হয়েছে। কুম্ভকার, কর্মকার, কাঠমিন্ত্রির মতো চিরাচরিত পেশার সঙ্গে যুক্তদের মাত্র ৫ শতাংশ সুদে এই ঋণ দেওয়া হবে। বিশেষজ্ঞরা বলছেন, চিরাচরিত এই পেশাগুলি মূলত পারিবারভিত্তিক। অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণির (ওবিসি) মানুষরাই এই পেশাগুলির সঙ্গে যুক্ত। আগামী বছরের লোকসভা ভোটের আগে ওবিসিদের মনজয়ের লক্ষ্যেই কেন্দ্রের এই পদক্ষেপ বলে মনে করছে রাজনৈতিক মহল। লালকেল্লায় প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা জয়ন্তীতে এই প্রকল্পের সূচনা করা হবে। 
এদিন প্রধানমন্ত্রীর পৌরোহিত্যে অর্থ বিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠকে  ১৩ হাজার কোটি টাকার এই ‘পিএম বিশ্বকর্মা’ যোজনা ছাড়পত্র পেয়েছে। প্রাথমিকভাবে প্রকল্পের মেয়াদ পাঁচ বছরের। অর্থাৎ ২০২৮ সাল পর্যন্ত ভর্তুকিতে এই ঋণের সুবিধা পাওয়া যাবে। বৈঠকের পরে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, এই প্রকল্পে ৩০ লক্ষ কর্মী এবং তাঁদের পরিবার উপকৃত হবেন। পেশাদারদের দক্ষতা বৃদ্ধির উপরও জোর দিচ্ছে কেন্দ্র।   বিবৃতিতে জানানো হয়েছে, দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ চলাকালীন  দৈনিক ৫০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। এছাড়াও কাজের জন্য আধুনিক সরঞ্জাম কিনতে দেওয়া হবে ১৫ হাজার টাকা। 
বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচির মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই খাতে আরও ১৪ হাজার ৯০৩ কোটি টাকা বরাদ্দ হবে।  বৈষ্ণব বলেন, এই অর্থে ৫ লক্ষ ২৫ হাজার তথ্যপ্রযুক্তি কর্মীকে দক্ষতা বৃদ্ধির সুযোগ দেওয়া হবে। এছাড়া ২ লক্ষ ৬৫ হাজার যুবক পাবেন তথ্যপ্রযুক্তি সংক্রান্ত প্রশিক্ষণ। 
 বৈঠকে দেশের ১৬৯টি শহরে আরও ১০ হাজার ইলেক্ট্রিক বাস নামানোর সিদ্ধান্ত হয়েছে। ‘পিএম ই-সেবা’ প্রকল্পের এই বাসগুলিকে ১০ বছরের জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি ১৮১টি শহরে ই-বাস চালানোর উপযুক্ত পরিকাঠামো তৈরি করা হবে। 
এজন্য খরচ ধরা হয়েছে ৫৭ হাজার ৬১৩ কোটি টাকা। এর মধ্যে কেন্দ্রীয় সরকার দেবে ২০ হাজার কোটি টাকা। এছাড়াও, রেলের সাতটি মাল্টি ট্রাকিং সিস্টেম প্রজেক্টের ঘোষণা করা হয়েছে। মোট ২ হাজার ৩৩৯ কিমি ট্রাক বানানো হবে। মোট খরচ ধরা হয়েছে ৩২ হাজার ৫০০ কোটি টাকা। এতে ৭ কোটি ৬ লক্ষ প্রত্যক্ষ কর্মদবিস তৈরি হবে বলে জানানো হয়েছে। 
15Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশাদারি কাজকর্মে উন্নতি ও আয় বৃদ্ধির যোগ। জ্ঞাতি শত্রুদের থেকে সতর্ক থাকবেন। স্বাস্থ্য খুব একটা...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা