দেশ

রাম মন্দিরের জন্য ৪০০ কেজির তালা বানিয়ে তাক লাগালেন বৃদ্ধ

লখনউ, ৭ আগস্ট: ভগবানকে নানা সামগ্রী দান করেন ভক্তরা। সেই তালিকায় সোনা, অর্থ ছাড়াও থাকে বিভিন্ন সামগ্রী। কিন্তু আলিগড়ের এক বৃদ্ধ রাম মন্দিরের জন্য বিশেষ তালা উপহার দিয়ে চর্চায় চলে এসেছেন। আগামী বছরে উদ্বোধন হতে পারে অযোধ্যার রাম মন্দিরের। ভক্তদের জন্য খুলতে চলেছে মন্দিরের দরজা। তার আগে মন্দির কর্তৃপক্ষকে এক বিশেষ উপহার দিলেন উত্তরপ্রদেশের আলিগড় এলাকার ওই বৃদ্ধ। নাম সত্য প্রকাশ শর্মা। পেশায় তিনি তালার কারিগর। রাম মন্দিরের জন্য তিনি ৪০০ কেজি ওজনের একটি তালা বানিয়েছেন। যার উচ্চতা ১০ ফুট, চওড়া ৪.৫ ফুট ও পুরু ৯.৫ ইঞ্চি। বিশালকার এই তালার চাবির আকারও নেহাত কম নয়। এটি চার ফুট দীর্ঘ। সত্যবাবু জানিয়েছেন, এই তালাটি বানাতে তাঁর বেশ কয়েক মাস সময় লেগেছে। খরচ হয়েছে ২ লক্ষ টাকা। রাম মন্দিরের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই তালা বানিয়েছেন বলে, দাবি সত্য প্রকাশের। রাম মন্দির কর্তৃপক্ষ এই তালা গ্রহণ করবে বলেও জানিয়ে দিয়েছে। এরই সঙ্গে মন্দিরের কোন অংশে সেটি ব্যবহার করা যায় সেই বিষয়েও চিন্তাভাবনা করছে কর্তৃপক্ষ। সত্য প্রকাশ শর্মা জানিয়েছেন, তাঁর পরিবার বহু বছর ধরে তালা ও চাবি বানানোর কাজ করছে। আলিগড়েই বিভিন্ন ধরনের তালা বানিয়ে থাকেন তাঁরা। কিছুদিন আগেই আলিগড়ে এক প্রদর্শনীতে এই তালাটি দেখিয়েছিলেন তিনি। তবে বর্তমানে সেটিকে আরও সুন্দর করে গড়ে তুলেছেন সত্য প্রকাশ। এই কাজে তাঁকে সাহায্য করেছেন স্ত্রী রুক্মিণী। সত্যপ্রকাশ জানিয়েছেন এর আগে তিনি ৬ ফুট লম্বা ও ৩ ফুট চওড়া একটি তালা বানিয়েছিলেন। তখন সকলে অনুরোধ করেছিল তার থেকে বড় একটি তালা বানাতে। তাই ৪০০ কেজি ওজনের তালা বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন সত্যপ্রকাশ বাবু।
16Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশাদারি কাজকর্মে উন্নতি ও আয় বৃদ্ধির যোগ। জ্ঞাতি শত্রুদের থেকে সতর্ক থাকবেন। স্বাস্থ্য খুব একটা...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা