দেশ

মণিপুর শান্ত না হলে পদক ফিরিয়ে
দেব, শাহকে হুমকি  ক্রীড়াবিদদের

ইম্ফল: কুস্তিগিরদের প্রতিবাদ সামলাতে নাজেহাল মোদি সরকার। তার মধ্যেই মণিপুর ইস্যুতে কেন্দ্রের চাপ বাড়ালেন সে রাজ্যের নামী ক্রীড়াবিদরা। জাতি সংঘর্ষে জর্জরিত মণিপুরে অবিলম্বে শান্তি ফেরাতে হবে, এই আর্জি জানিয়ে সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখলেন ১১ ক্রীড়াবিদ। তাতে বলা হয়েছে, কুকি জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান বন্ধ (এসওও) করা নিয়ে সরকার যে চুক্তি করেছে, তা বাতিল করতে হবে। এতেই রাজ্যের ঐক্য এবং শান্তি ফিরবে। মেইতেইরা যাতে পাহাড় এবং সমতলে বসবাস করতে পারেন, সেই ব্যবস্থাও গ্রহণ করা হোক। তবে একইসঙ্গে অমিত শাহকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, ‘রাজ্যের অক্ষুণ্ণতা যদি বজায় না থাকে, তবে সব পদক ফিরিয়ে দেব।’ তাতে স্বাক্ষর করেছেন ওলিম্পিক গেমসে পদকজয়ী ভারোত্তলক মীরাবাঈ চানু, পদ্ম পুরস্কারজয়ী ভারোত্তলক কুঞ্জরানি দেবী, মহিলা ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক বেমবেম দেবী এবং বক্সার এল সরিতা দেবী। ধ্যানচাঁদ পুরস্কারজয়ী অনিতা চানু সাংবাদিক বৈঠকে বলেন, ‘মণিপুরের ঐক্য রক্ষা করতে যদি অমিত শাহ কোনও প্রতিশ্রুতি না দেন, তাহলে ভারত সরকারের দেওয়া পুরস্কার আমরা ফিরিয়ে দেব।’ শুধু তাই নয়, দাবি মানা না হলে ভবিষ্যতে আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করা বন্ধ করে দেবেন বলেও তাঁরা হুমকি দিয়েছেন। 
জাতি সংঘর্ষ শুরু হওয়ার পর থেকেই মণিপুরে অবরুদ্ধ ২ নম্বর জাতীয় সড়ক। এই অচলাবস্থা কাটাতে যাতে অবিলম্বে উদ্যোগ নেওয়া হয়, সে দাবিও করা হয়েছে অমিত শাহকে লেখা ওই চিঠিতে। বলা হয়েছে, ‘সপ্তাহের পর সপ্তাহ ধরে ২ নম্বর জাতীয় সড়কের বেশ কয়েকটি জায়গায় অবরোধ করে রাখা হয়েছে। এর জেরে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে চলেছে। যত দ্রুত সম্ভব জাতীয় সড়ক অবরোধমুক্ত করুন।’
পদক বিসর্জন দিতে হরিদ্বারের হর কি পৌড়ি ঘাটে কুস্তিগির সাক্ষী মালিক। সঙ্গে ছিলেন বজরং পুনিয়া, ভিনেশ ফোগটও।
18Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশাদারি কাজকর্মে উন্নতি ও আয় বৃদ্ধির যোগ। জ্ঞাতি শত্রুদের থেকে সতর্ক থাকবেন। স্বাস্থ্য খুব একটা...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা