কলকাতা

রাজমিস্ত্রিদের সঙ্গে পালানো বালির
দুই গৃহবধূ আটক আসানসোলে

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: রাজমিস্ত্রিদের হাত ধরেই পালিয়েছিলেন বালির দুই গৃহবধূ। কিন্তু শেষরক্ষা হল না। আজ, বুধবার তাঁদের সন্ধান পেয়ে গেল পুলিস। যদিও রহস্যের কিনারা আগেই হয়ে গিয়েছিল। শুধু তাঁদের নাগালে পাওয়াটাই বাকি ছিল। আজ আসানসোল স্টেশন থেকে সন্তান–সহ নিখোঁজ ওই দুই গৃহবধূ অনন্যা কর্মকার এবং রিয়া কর্মকার এবং তাঁদের দুই প্রেমিককে আটকও করা হয়েছে। উল্লেখ্য, গত সপ্তাহের ১৫ ডিসেম্বর বেলা ১২টা নাগাদ শ্রীরামপুরে শীতকালীন শপিংয়ের নামে বাড়ি থেকে বের হওয়ার পর ওই দুই জা এবং বছর সাতেকের এক শিশু কোনও খোঁজ ছিল না। তাঁদের মোবাইলও সুইচ অফ পাওয়া যায়। এরপর শ্রীরামপুর থানা অবশ্য জানায়, মোবাইলের শেষ লোকেশন  শ্রীরামপুর দেখাচ্ছে। দিন পার হয়ে গেলেও তাঁদের সন্ধান মেলে না। এই ঘটনা গত কয়েক দিনের চর্চার বিষয় ছিল বালির প্রায়  সর্বত্রই।
এরপর তদন্তে নেমে পুলিস জানতে পারে এরা আসলে কয়েকদিন আগে তাঁদের বাড়িতে কাজ করে যাওয়া দুই রাজমিস্ত্রী সুভাষ ও শেখরের সঙ্গে মুর্শিদাবাদের সুতিতে পালিয়েছেন। সেখানে খোঁজ করে অবশ্য জানা যায় বর্তমানে তাঁরা মুম্বইয়ে রয়েছে। অবশেষে আজ মুম্বই  থেকে ফেরার পথেই তাঁদের আটক করে পুলিস।
জানা গিয়েছে, তাঁদের বাড়িতে কাজ করার সময়েই সুভাষ ও শেখরের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই দুই গৃহবধূর।তঁদের একটি মোবাইল ফোনও কিনে দেয় সুভাষ। সেই ফোনের মাধ্যমেই চলত প্রেমালাপ। পুলিস এই মোবাইল ট্র্যাক করেই জানতে পারে, অর্থের টানা পড়ায় এঁরা সকলেই মুম্বই থেকে বাংলার দিকে আসছেন।
পুলিস সূত্রে খবর, একদিকে মোবাইলের টাওয়ার লোকেশন অন্যদিকে গোপন সূত্রে পাওয়া খবর মিলে যেতেই আসানসোল স্টেশনে তাঁরা অপেক্ষা করছিলেন। তারপরেই নাগালে আসে দুই গৃহবধূ, তাঁদের শিশু এবং দুই রাজমিস্ত্রি। ট্রেন থেকে নামতেই তাঁদের আটক করা হয়েছে। আসানসোল থেকে তাঁদের বালি ফিরিয়ে আনা হয়েছে।
35Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

চাকরিজীবীদের কর্মোন্নতি ও পদোন্নতির সঙ্গে বেতন বৃদ্ধির যোগ। যানবাহন চালনায় সতর্ক হন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা