ফের একবার সেরার শিরোপা পেল কলকাতা বিশ্ববিদ্যালয়। সারা দেশের মধ্যে কেন্দ্র ও রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে প্রথম স্থান অধিকার করল শহরের সবচেয়ে পুরানো বিশ্ববিদ্যালয়। একটি বেসরকারি সংস্থার করা সমীক্ষায় সম্প্রতি এই তথ্য উঠে এসেছে। আজ, এই নিয়ে উচ্ছ্বসিত হয়ে টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও অর্থনীতি বিষয়ক একটি বিশেষ ক্যাটাগরিতে সারা বিশ্বে ১৪ তম স্থানে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়।
2022-04-28 13:20:35ভোটার, আধার, রেশন কার্ড সহ জাল সরকারি নথি তৈরির অভিযোগে হরিণঘাটা থেকে এক তৃণমূল নেতা সহ তিনজনকে গ্রেপ্তার করল পুলিস। এই চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত থাকতে পারে বলে সন্দেহ পুলিস আধিকারিকদের। ধৃতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক রয়েছে বলে জানা গিয়েছে।
ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৪.৪৩ টাকা | ৮৬.১৭ টাকা |
পাউন্ড | ১০৫.১৭ টাকা | ১০৮.৯১ টাকা |
ইউরো | ৮৭.০৬ টাকা | ৯০.৪৩ টাকা |