শিক্ষক মহলের তীব্র আপত্তিতে পলিটেকনিকের পঞ্চম সেমেস্টারের পরীক্ষার মূল্যায়ন কেন্দ্রীয় পদ্ধতিতে হচ্ছে না। বরং, কেন্দ্রীয়ভাবে সেই উত্তরপত্র বিলি করা হবে। তা সংগ্রহ করে নিতে হবে শিক্ষকদের। এরপর নিজস্ব কলেজ বা বাড়িতে সেগুলি দেখতে পারবেন শিক্ষকরা। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও দক্ষতা উন্নয়ন সংসদের তরফে বিজ্ঞপ্তি জারি করে তা জানানো হয়েছে। এর আগে সংসদের তরফে জানানো হয়েছিল, রাজ্যজুড়ে ৯টি পলিটেকনিক কলেজে এসে শিক্ষকদের স্পট ইভ্যালুয়েশন করতে হবে। এটাকে সেন্ট্রালাইজড ইভ্যালুয়েশন সিস্টেম বলা হচ্ছিল। এর ফলে শিক্ষকদের কয়েকশো কিলোমিটার দূরত্ব অতিক্রম করে রোজ খাতা দেখতে যেতে হতো। এছাড়াও ছিল অন্যান্য সমস্যা। এর বিরুদ্ধে সোচ্চার হয়েছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পলিটেকনিক শাখা। সেই শাখার সভাপতি বিক্রম চট্টোপাধ্যায় বলেন, আমরা সমস্যার কথা মন্ত্রী হুমায়ুন কবিরকে জানিয়েছিলাম। তিনি হস্তক্ষেপ করে সমস্যার সমাধান করেছেন। তাই তাঁকে ধন্যবাদ জানাই।
2022-04-13 08:51:55ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৩.৬৭ টাকা | ৮৫.৪১ টাকা |
পাউন্ড | ১০৪.৫৫ টাকা | ১০৮.২৭ টাকা |
ইউরো | ৮৬.৮৯ টাকা | ৯০.২৩ টাকা |