কোভিড ভ্যাকসিন গ্রাহকদের জন্য সুখবর। কোভিশিল্ডের দু’টি ডোজের মধ্যে অপেক্ষার সময় কমানোর প্রস্তাব দিয়েছে দি ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইসরি গ্রুপ অন ইমিউনিজেশন। বলা হয়েছে, কোভিশিল্ডের প্রথম ও দ্বিতীয় ডোজের মধ্যে ব্যবধান ছিল ১২-১৬ সপ্তাহ। এখন ৮ সপ্তাহ পরেই দ্বিতীয় ডোজ নেওয়া যাবে। আন্তর্জাতিক চিকিৎসক ও গবেষকদের পরামর্শ মেনেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন টিকাকরণ বিষয়ক ভারতের সর্বোচ্চ সংস্থার আধিকারিকরা। যদিও কোভ্যাকসিনের দুই ডোজের মধ্যের ব্যবধান নিয়ে কিছু জানানো হয়নি।
2022-03-21 09:42:09অসমে লোকালয়ে দেখামাত্র বাঘিনীর উপর হামলা! স্থানীয়দের আক্রমণে একটি চোখ হারিয়েছে পশুটি। নগাঁওয়ের কালিয়াবর এলাকার এই ঘটনায় ন’জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। কামাখ্যার সংরক্ষিত অরণ্য থেকে বেরিয়ে এসেছিল বাঘিনীটি। জানা গিয়েছে, প্রাণীটিকে দেখেই আক্রমণ শুরু করেন স্থানীয়রা। ছোড়া হয় ইট-পাথর। গুরুতর আহত হয় সে। পশুটির মস্তিষ্কে আঘাত লাগে। চোখ-নাক দিয়ে রক্তক্ষরণ হতে শুরু করে। অন্য একটি সূত্রের দাবি, বন কর্তারাই হামলা চালিয়েছে বাঘিনীটির উপর। পশুটিকে অসমের চিড়িয়াখানায় পাঠানো হতে পারে।
2024-11-23 08:15:00আজ, শনিবার ঝাড়খণ্ড ও মহারাষ্ট্রে বিধানসভার ফলপ্রকাশ হচ্ছে। পাশাপাশি বাংলার ৬টি কেন্দ্রেরও আজ উপনির্বাচনের ফলপ্রকাশ হবে। যে যে কেন্দ্রে ভোট গণনা হবে সেগুলি হল কোচবিহারের সিতাই, আলিপুরদুয়ারের মাদারিহাট, উঃ ২৪ পরগনার হাড়োয়া ও নৈহাটি, বাঁকুড়ার তালডাংরা ও পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর।
2024-11-23 08:08:00শিয়ালদহ শাখায় ট্র্যাক মেরামতির জরুরি কাজ হবে। নৈহাটি থেকে গরিফার মাঝের লাইনে চলবে সংস্কারের কাজ। শনিবার রাত ১১টা ৩০ মিনিট থেকে রবিবার ভোর ছ’টা ৩০ মিনিট পর্যন্ত সে কাজ চলতে পারে। রেলের এই কাজের জন্য সংশ্লিষ্ট লাইনে সাত ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হবে। আজ, শনিবার বাতিল থাকবে দু’টি লোকাল। নৈহাটি এবং ব্যান্ডেল থেকে বাতিল ট্রেনগুলির নম্বর হল, ৩৭৫৫৭ ও ৩৭৫৫৮। একইভাবে রবিবার বাতিল থাকবে ছ’টি লোকাল। নৈহাটি থেকে বাতিল তিনটি ট্রেন। তাদের নম্বর হল, ৩৭৫২১, ৩৭৫২৩, ৩৭৫২৫। ব্যান্ডেল থেকে যাত্রা করবে না তিনটি ট্রেন। তাদের নম্বর, ৩৭৫২২, ৩৭৫২৪, ৩৭৫২৬। আবার দূরপাল্লার কয়েকটি ট্রেনের সময়সূচি বদল হয়েছে এবং কিছু ট্রেন অন্য রুটে চলবে।
2024-11-23 08:05:00ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৩.৬৭ টাকা | ৮৫.৪১ টাকা |
পাউন্ড | ১০৪.৫৫ টাকা | ১০৮.২৭ টাকা |
ইউরো | ৮৬.৮৯ টাকা | ৯০.২৩ টাকা |