আর জি করে আর্থিক দুর্নীতির মামলায় গ্রেপ্তার সন্দীপ ঘনিষ্ঠ চিকিৎসক আশিস পাণ্ডে। সূত্রের খবর, সন্দীপের কল রেকর্ড থেকেই তার নাম মেলে। অভিযোগ, এমবিবিএস পরীক্ষায় পাস করানোর জন্য টাকা তুলত এই ডাক্তার। এই টাকা পৌঁছত সন্দীপের কাছে। পাশাপাশি আশিসের মাধ্যমেই হাউস স্টাফও নিয়োগ হত টাকার বিনিময়ে। এই টাকাও সংগ্রহ করত পাণ্ডে। পরে তা সন্দীপের কাছে পৌঁছত।
দুর্ঘটনা এড়াতে দেশজুড়ে রেলের লেভেল ক্রসিং গেট তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই অনুযায়ী পূর্ব রেলের লালগোলা সেকশনের কৃষ্ণনগর সিটি স্টেশনের কাছে এই লেভেল ক্রসিং উঠে যাচ্ছে। তার বদলে লিমিটেড হাইট সাবওয়ে (এলএইচএস) তৈরি হবে। সেই কাজের জন্য আজ শনিবার ও কাল রবিবার শিয়ালদহ-লালগোলা লাইনে ট্রেন পরিষেবা ব্যাহত হবে। এই কারণে, আজ শনিবার শিয়ালদহ-লালগোলা (আপ ০৩১৯১) ট্রেনটি বাতিল থাকবে। একই সঙ্গে আগামী কাল বাতিল ট্রেনগুলি হল, কৃষ্ণনগর-লালগোলা (আপ ৩১৮৬১, ডাউন ৩১৮৬৪), লালগোলা-শিয়ালদহ (ডাউন ০৩১৯০), আজিমগঞ্জ-কৃষ্ণনগর (ডাউন ০৩০২০, আপ ০৩০১৯)। এছাড়াও কাল চারটি ট্রেন লালগোলা পর্যন্ত যাবে না কিংবা লালগোলা থেকে যাত্রা শুরু করবে না। বদলে রেজিনগর, পলাশি এবং রানাঘাট থেকে যাত্রা শুরু কিংবা বিরতি করবে।
2024-12-21 08:02:00বিশ্বজুড়ে চায়ের জোগান বাড়ছে। সেই তুলনায় বাড়ছে না চা-প্রেমীর সংখ্যা। চা উৎপাদক সংস্থাগুলি এমন অভিযোগ প্রায়ই করে থাকে। তাদের বক্তব্য, নতুন প্রজন্ম চায়ের দিক থেকে মুখ ফেরাচ্ছে। ব্যবসা কমায় পশ্চিমবঙ্গ বা অসমের মতো রাজ্য এতে বিপাকে পড়েছে। এই পরিস্থিতিতে আমেরিকা চা’কে ‘স্বাস্থ্যকর পানীয়’ হিসেবে স্বীকৃতি দেওয়ায়, চায়ের চাহিদা বাড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা। ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশন জানিয়েছে, আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন চা ও কফিকে স্বাস্থ্যকর পানীয় হিসেবে স্বীকৃতি দিয়েছে। সংগঠনটির দাবি, চায়ে যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, তা স্বাস্থ্যের খেয়াল রাখে। এই স্বীকৃতি চায়ের গ্রহণযোগ্যতা বৃদ্ধির পাশাপাশি আরও জনপ্রিয় করবে।
2024-12-21 08:00:00১৮০১: শিক্ষাবিদ ও সমাজসংস্কারক প্রসন্নকুমার ঠাকুরের জন্ম
১৯১১: প্রতিষ্ঠিত হল সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়া
১৯৫৯: ক্রিকেটার কৃষ্ণমাচারী শ্রীকান্তের জন্ম
১৯৬৩: অভিনেতা গোবিন্দার জন্ম
১৯৯৮: নোবেলজয়ী অমর্ত্য সেনকে ‘দেশিকোত্তম’ দিল বিশ্বভারতী
২০১২: পরিচালক যীশু দাশগুপ্তের মৃত্যু
ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৪.১৩ টাকা | ৮৫.৮৭ টাকা |
পাউন্ড | ১০৪.২৭ টাকা | ১০৭.৯৮ টাকা |
ইউরো | ৮৬.৪২ টাকা | ৮৯.৭৮ টাকা |