সম্পাদকীয়

নির্ণায়ক যখন নারী

নরেন্দ্র মোদি, অমিত শাহদের পার্টি শুধু ভাঙেনি, মচকেছেও। অন্যভাবে বলতে গেলে, ঘোমটা শুধু সরায়নি, নেচেছেও এবং জনসমক্ষে। তাদের নীতি বদলের শুরু মধ্যপ্রদেশ থেকে। সদ্যসমাপ্ত মহারাষ্ট্র বিধানসভার নির্বাচনে দেখা গেল, তারা বদলে ফেলা নীতি আঁকড়ে ধরেছে আরও মরিয়া হয়ে। সেখানে চালু করা হয়েছে মহিলাদের জন্য মাসিক ভাতা প্রদানের প্রকল্প। মমতা বন্দ্যোপাধ্যায় রাইটার্সের ক্ষমতা হাতে পাওয়ার পর তাঁর অগ্রাধিকারের তালিকার শীর্ষে রেখেছিলেন মহিলাদের। শুরু হয়েছিল ‘কন্যাশ্রী’ দিয়ে, তার আপাতত উত্তরণ ঘটেছে ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এ। এই প্রকল্পে তাঁর সরকার কোনোরকম রং বিচার না-করেই বাংলার মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতিমাসে সরাসরি কিছু নগদ টাকা প্রদান করে। নরেন্দ্র মোদি থেকে শুরু করে বিজেপির সমস্ত স্তরের নেতা এটাকে ‘ডোল পলিটিক্স’ বা ‘রেউড়ি সংস্কৃতি’ দেগে দিয়ে নিন্দার ঝড় বইয়ে দিয়েছিলেন। তাঁদের দাবি ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি বাংলার মানুষকে ভিখারি ও লোভী বানাতে চাইছে। অতএব, বাংলার রাজনীতি-সচেতন মানুষ এই জিনিস কোনোভাবেই গ্রহণ করবেন না এবং ভোটযন্ত্রে এর সমুচিত জবাবই দেবেন তাঁরা। কিন্তু বাস্তবে দেখা গেল, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই এক চালেই কুপোকাত হল সমগ্র বিরোধী শিবির। ২০২১-এ নবান্নে মমতার হ্যাটট্রিকের পিছনে লক্ষ্মীর ভাণ্ডার জাদুকাঠিরই কাজ করেছিল। তাঁর দলের প্রতি মানুষের সমর্থন অব্যাহত রইল পরবর্তী লোকসভা নির্বাচনে এবং সদ্যসমাপ্ত ৬টি বিধানসভা আসনের উপনির্বাচনেও।‌
মহারাষ্ট্র বিধানসভার এই নির্বাচনে ১৫টি আসনে পুরুষের চেয়ে মহিলারাই বেশি সংখ্যায় ভোট দিয়েছেন। নির্বাচন কমিশনের তথ্য আরও বলছে, ওই রাজ্যে মেয়েদের মধ্যে রাজনীতি এবং নাগরিক সচেতনতা বাড়ছে। প্রতিবছর বেশি সংখ্যায় মহিলারা ভোটার তালিকায় তাঁদের নাম তুলছেন। পুরনো সংস্কার, সংকোচ কাটিয়ে উঠে ভোটের লাইনেও দাঁড়াচ্ছেন তাঁরা বেশি সংখ্যায়। তার ফলে পুরুষ ও মহিলাদের মধ্যে ভোটদানের ভিতরে যে চিরকালীন গ্যাপ বা ফাঁক সেটাও ক্রমে হ্রস্ব হয়ে আসছে। যেমন ২০০৪ সালে পুরুষ ও মহিলাদের মধ্যে ভোটপ্রদানের ব্যবধান ছিল ৭ শতাংশ। এবার তা নেমে এসেছে মাত্র ৪ শতাংশে।‌ ২০১৯-এর বিধানসভা নির্বাচনের তুলনায় এবার ৫২ লক্ষ ৫৮ হাজার ৬৭১ জন বেশি মহিলা ভোট দিয়েছেন। গত বিধানসভা নির্বাচনে মহিলাদের মধ্যে থেকে ভোট পড়েছিল ২ কোটি ৫৩ লক্ষ ৯০ হাজার ৬৪৭টি, এবার সেটা বেড়ে হয়েছে ৩ কোটি ৬ লক্ষ ৪৯ হাজার ৩১৮টি। অর্থাৎ মহিলাদের মধ্যে ভোটপ্রদানের হার বেড়েছে ৫.৯৫ শতাংশ। আরও লক্ষণীয় যে, এই নির্বাচনে গ্রামীণ এবং আদিবাসী মহিলারাই অধিক সংখ্যায় বা বেশি হারে এগিয়ে এসেছেন। 
এটাকে তাঁদের উৎসাহ হিসেবেই দেখতে হবে। মহিলাদের ভোটদানে উৎসাহ বৃদ্ধির নেপথ্যে কোন জাদু কাজ করেছে? ভোট বিশেষজ্ঞদের মতে, মহিলা ভোটারদের মন জয় করেছে ‘লাড়কি বহিন যোজনা’ এবং মহিলাদের জন্য নিবেদিত আরও একাধিক সরকারি প্রকল্প। মহারাষ্ট্রে মাত্র ছ’মাস আগে লাড়কি বহিন স্কিমে প্রতিমাসে মাথাপিছু ১৫০০ টাকা প্রদান চালু হয়েছে।‌ বিজেপির নেতৃত্বাধীন মহাযুতি প্রতিশ্রুতি দিয়েছে, এই প্রকল্পে আগামী দিনে ২১০০ টাকা করে মিলবে। এটাকেই গেমচেঞ্জার বলে মনে করছে রাজনৈতিক মহল। বিজেপি এই ফর্মুলায় মধ্যপ্রদেশে ইতিমধ্যেই জয়ের হাসি চওড়া করেছে। ফলে শিবরাজ সিং চৌহানের পরীক্ষিত পথ বদলের সাহস না দেখিয়ে সেটাকে আরও বেশি করে আঁকড়ে ধরাই শ্রেয় মনে করেছে মহাযুতি। তারা আরও দেখেছে, এমনই প্রকল্প সামনে রেখে নির্বাচনী সাফল্য পেয়েছে কংগ্রেসও—কর্ণাটক (‘গৃহলক্ষ্মী’ প্রকল্পে প্রতিমাসে ২০০০ টাকা)  এবং তেলেঙ্গানায় (‘মহালক্ষ্মী’ প্রকল্পে প্রতিমাসে ২০০০ ট‍াকা)। ঝাড়খণ্ডে শিবু সোরেন জয় ফিরে পেয়েছেন যে দুটি কারণে তার মধ্যে একটি ‘রাজনৈতিক প্রতিহিংসার জবাব’ হলে অন্যটি অবশ্যই ‘মুখ্যমন্ত্রী মাইয়া সম্মান যোজনা’। অতএব, নারীর ক্ষমতায়নের নীতির ন্যায্যতা আজ প্রমাণিত। এর ‘আবিষ্কর্তা’ নিঃসন্দেহে বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই অবদান সমাজ-রাজনীতির গবেষকদের জন্য নতুন বিষয় হয়ে উঠেছে ইতিমধ্যেই। যাই হোক, মেয়েদের শুধু লক্ষ্মীর ভাণ্ডার দিলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথের লক্ষ্যপূরণ হবে না। তাকে সম্পূর্ণতার দিকে নিয়ে যেতে হবে আরও নানাভাবে। মেয়েদের জন্য শিক্ষা এবং প্রশিক্ষণের সুযোগ বাড়াতে হবে। তাঁদের কাজের ব্যবস্থা করতে হবে সমস্ত ফিল্ডেই। সর্বোপরি চাই—প্রশাসনে, রাজনীতিতে এবং বিভিন্ন সংগঠনে তাঁদের অংশগ্রহণের পরিসর বৃদ্ধি। এজন্য প্রতিটি নির্বাচনে সব দলকে দিতে হবে বেশি সংখ্যায় মহিলা প্রার্থী। মন্ত্রী, মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী প্রভৃতি পদেও তাঁদের প্রতিনিধিত্ব বৃদ্ধি কাম্য। তবেই সফল হবে নারী জাগরণের ধারণা, সার্থক হবে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে দ্রৌপদী মুর্মু প্রমুখের উচ্চাসন গ্রহণ। 
13d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মস্থলে আকস্মিক জটিলতা সৃষ্টি হতে পারে। দুপুরের পর থেকে জটিলতা মুক্তি ও কর্মে উন্নতি। ভ্রমণ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৫ টাকা৮৫.৫৯ টাকা
পাউন্ড১০৬.১০ টাকা১০৯.৮৬ টাকা
ইউরো৮৭.৯১ টাকা৯১.৩০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা