ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়। ... বিশদ
মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অব টেকনোলজিতে এক বছরের পিজি ডিপ্লোমা ইন সাইকোলজিক্যাল কাউন্সিলিং নিয়ে পড়ানো হয়। যেকোনও শাখার গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারেন। সাইকোলজি নিয়ে গ্র্যাজুয়েশন বা মাস্টার্স করা থাকলে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অব টেকনোলজি থেকে ছ’মাসের সার্টিফিকেট কোর্স ইন সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট করা যায়। প্রায় একই রকমের ছ’মাসের কোর্স সার্টিফিকেট কোর্স ইন হেলথকেয়ার কাউন্সিলিং।
উক্ত বিষয়গুলি নিয়ে পড়ার পর হসপিটাল, নার্সিংহোম, মেন্টাল হেলথ ক্লিনিক, পাবলিক হেলথ সেন্টার, হেলথকেয়ার অর্গানাইজেশনে, শিক্ষা প্রতিষ্ঠানে, এনজিওতে স্কুল কাউন্সিলিং, ম্যারেজ কাউন্সিলিং, ফ্যামিলি কাউন্সিলিং, কেরিয়ার কাউন্সিলিংয়ের কাজের সুযোগ রয়েছে।