পত্নীর স্বাস্থ্যহানিতে চিন্তা বৃদ্ধি। পারিবারিক ক্ষেত্রে আত্মীয়দের সঙ্গে সম্পর্কে শীতলতা। কাজকর্মে উন্নতি ও আয় বৃদ্ধি। ... বিশদ
সিদ্ধান্তের কাছে গল্প সবথেকে গুরুত্বপূর্ণ। তারপর নিজের চরিত্রের কথা ভাবেন তিনি। অভিনেতার কথায়, ‘কোনও নতুন চরিত্র শোনার পর সম্পূর্ণ অন্য কাজে নিজেকে ব্যস্ত রাখি। তার মধ্যেও সেই চরিত্র যদি ভাবনায় আসে, তখনই সেটা করি।’ ইন্ডাস্ট্রির বাইরে থেকে এসে ধীরে ধীরে বলিউডে নিজের জমি পাকাপোক্ত করছেন সিদ্ধান্ত। কিন্তু একে তিনি স্ট্রাগল বলতে নারাজ। সিদ্ধান্তের মতে, ‘আমার মনে হয় বলিউডে যিনি জন্মেছেন, তাঁকেও স্ট্রাগল করতে হয়। জীবন সহজ নয়। স্ট্রাগল প্রত্যেকের জীবনে রয়েছে। তার ধরনটা হয়তো আলাদা। আমি ক্রমাগত ভালো অভিনেতা হওয়ার চেষ্টা করেছি। আর মানুষ যখন কোনও কিছু করার পিছনে কারণ খুঁজে পান, তখন সেটা স্ট্রাগল বলে মনে হয় না।’ কোনও ভয় কি গ্রাস করে আপনাকে? সামান্য থমকে সিদ্ধান্ত জবাব দিলেন, ‘চুপ করে বসে থাকাটা আমার জন্য ভয়ের। আমি শুধু কাজ করে যেতে চাই।’