উচ্চতর বৃত্তিমূলক শিক্ষা লাভের জন্য নামী স্বদেশি বা বিদেশি প্রতিষ্ঠানে সুযোগ পেতে পারেন। অর্থকর্মে উন্নতি ... বিশদ
তবে তিতিক্ষার পরীক্ষা অন্য জায়গায়। ধারাবাহিকের গল্প অনুযায়ী যমজ বোনের অন্যতম একজন আঁখি। সাধারণত একই অভিনেত্রী দুই বোনের ভূমিকায় অভিনয় করেন। এই ধারাবাহিকে দুই ভিন্ন অভিনেত্রী অভিনয় করছেন যমজ বোনের ভূমিকায়। পর্দায় তিতিক্ষার সহোদরা নন্দিনী দাস। আশ্চর্য রকম মুখের মিল দুই অভিনেত্রীর। এই অভিনব নিরীক্ষায় চমক রয়েছে ঠিকই। পাশাপাশি পর্দা ভাগাভাগিতে দুই সমান্তরাল নায়িকার ব্যক্তিত্বের সংঘাত নিয়েও প্রশ্ন থাকে। এই প্রসঙ্গে তিতিক্ষার সংযত উত্তর, ‘ব্যক্তি জীবন ও অভিনয় জীবনে আমার কারও সঙ্গে কোনও প্রতিযোগিতা নেই। উল্টে আমার ভালো লাগছে যে, এই সিরিয়ালে দু’জন হিরোইন। কারণ, আমি উইমেন এমপাওয়ারমেন্টে বিশ্বাস করি। এখানে আমরা দু’জন যমজ বোনের চরিত্রে অভিনয় করছি। এমন অভিজ্ঞতা আগে কখনও হয়নি।’
ছোট থেকেই অভিনেত্রী হতে চেয়েছিলেন তিতিক্ষা। সেই স্বপ্ন সত্যি হওয়ার পথ কঠিন হলেও তাতে আনন্দ রয়েছে। অভিনেত্রীর কথায়, ‘এই দুনিয়া আমার কাছে স্বপ্নের মতো মনে হয়। ছোট থেকেই এই জগতে প্রতিষ্ঠিত হতে চেয়েছি। তখন পথ খুঁজে পেতাম না। এখন পেয়েছি।’ দিনে ১৪ ঘণ্টা করে শ্যুটিং। তারপর সোজা বাড়ি। আপনজনদের সান্নিধ্যে নিজেকে সঁপে দেওয়ার মধ্যে আঁখিকেই কোথাও অনুভব করেন তিতিক্ষা। বলেন, ‘এটাই আমার সঙ্গে আঁখির একমাত্র মিল।’