উচ্চতর বৃত্তিমূলক শিক্ষা লাভের জন্য নামী স্বদেশি বা বিদেশি প্রতিষ্ঠানে সুযোগ পেতে পারেন। অর্থকর্মে উন্নতি ... বিশদ
এদিন কৃষিমন্ত্রী বলেন, ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে শিবির করে ক্ষতিগ্রস্ত কৃষকদের আবেদনপত্র জমা নেওয়া হয়েছে। এখনও পর্যন্ত হাওড়া জেলায় ১ লক্ষ ২১ হাজারের বেশি ক্ষতিগ্রস্ত কৃষকের নাম নথিভুক্ত হয়েছে। জেলায় এই কাজের অগ্রগতি ভালো হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, রাজ্যের প্রতিটি জেলাতেই আধিকারিকদের নিয়ে আমি যাব। ৬ নভেম্বর হুগলি এবং ৮ নভেম্বর দক্ষিণ ২৪ পরগনা জেলায় যাওয়া হবে। সূত্রের খবর, এদিনের বৈঠকে সকলের মধ্যে সমন্বয় সাধনে জোর দেওয়া হয়। নিদিষ্ট সময়ের মধ্যে জেলার ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরির উপরেও জোর দেওয়া হয়।