অপ্রয়োজনীয় ব্যয় বৃদ্ধিতে দিশাহারা হতে পারেন। গুণী ব্যক্তির সান্নিধ্য লাভ। ব্যবসা ভালো হবে। ... বিশদ
হংসলের সঙ্গে প্রথম কাজেই তাঁর অনুরাগী হয়ে উঠেছেন ঈশিতা। কোভিডের কোপে ধাক্কা খেয়েছিল ‘স্কুপ’-এর প্রস্তুতি। অচেনা পিচে ব্যাটিং করতে নামার মতোই বুকে ধুকপুকানি নিয়ে শ্যুটিংয়ে হাজির হয়েছিলেন ঈশিতা। কিন্তু প্রাথমিক সেই জড়তা কাটিয়ে দেন পরিচালক নিজেই। ‘আসলে হংসল স্যার কম কথা বলেন। কিন্তু একজন পরিচালককে কখন অভিনেতার প্রয়োজন, তা ভালোভাবে বোঝেন’, ঝর্ণার উচ্ছ্বাস ঈশিতার গলায়।
অভিনেত্রী তথা গায়িকা ইলা অরুণ ঈশিতার মা। স্টারকিড হওয়ার সুবিধা অনেক। অস্বীকার করলেন না। কিন্তু তারপরও যাত্রাপথ খুব সহজ ছিল না। ঈশিতার সাফ কথা, ‘অনেকেই জিজ্ঞাসা করেন, ইলা অরুণের মেয়ে হওয়ার জন্য কোনও বাড়তি চাপ অনুভব করি কি না। এর উত্তর— না। কারণ মা আমার প্রতিদ্বন্দ্বী নন। রোল মডেল হিসেবে। মায়ের থেকে আমি প্রতিদিন শিখি।’