বিদ্যালাভের পক্ষে দিনটি উত্তম। ব্যবসার উন্নতি, পেশায় সুনাম। উপার্জন বাড়বে। ... বিশদ
‘আমার বাবা ভালো গান করেন। সেখান থেকেই শিখেছি। গান নিয়ে একটা ইউটিউব চ্যানেল শুরু করব অনেকদিন থেকেই ভাবছি। সময়ের অভাবে হয়নি। তবে আর দেরি নয়। এবার করবই,’ হাসতে হাসতে বললেন রূকমা। কোন ধারার গান নিয়ে তিনি কাজ করবেন, তা অবশ্য এখন সারপ্রাইজ রাখতে চান।
নআপাতত আসন্ন ওয়েব সিরিজ ‘রক্তকরবী’র প্রচারে ব্যস্ত নায়িকা। শুরু করবেন ‘হইচই’এর জন্য আরও একটি সিরিজের শ্যুটিং। ব্যাংকক, ফুকেট, পুরুলিয়া ঘুরে কিছুদিন আগেই করেছেন ট্রাভেল ভ্লগ। ‘বেড়ানো আমার প্যাশন। গত বছর দক্ষিণ ভারত, গোয়া, গোকর্ণ গিয়েছি। এবছর রাজস্থান যেতে পারি’, বললেন তিনি।
মানসী নাথ