ব্যবসায় লাভ বৃদ্ধি ও ব্যবসা প্রসারের উদ্যোগ গ্রহণ। আর্থিকক্ষেত্র সুরক্ষিত থাকবে। মনে বিক্ষিপ্তভাব থাকবে। ... বিশদ
নারা চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে ‘দোস্তজি’র সঙ্গে ছিল আরও ৭টি ছবি। তার মধ্যে ছিল গতবছর কান-এ পুরস্কার জয়ী ‘প্লে গ্রাউন্ড’, লোকার্নোয় পুরস্কৃত ‘জহরি’, কান-এ ক্রিটিক পুরস্কারজয়ী ‘ফেদারস’, লোকার্নোতে গোল্ডেন লেপার্ড জয়ী ‘ভার্জিন ব্লু’, ভিশন দ্য রিলে পুরস্কার জয়ী ‘পুশিং বাউন্ডারিজ’, এবছর কান-এ পুরস্কার জয়ী ‘আ মেল’ এবং রটারডমে পুরস্কৃত ‘আ হিউমান পজিশন’। এতগুলো পুরস্কৃত ছবিকে টপকে ভারতীয় ছবিটির সেরা হওয়া নিঃসন্দেহে কৃতিত্বের। তাহলে কি পরিচালকের এবার গন্তব্য জাপান? এখন. অবশ্য সে সম্ভাবনা নেই বলেই জানাচ্ছেন পরিচালক। প্রসূন বললেন, ‘উৎসব কর্তৃপক্ষ একটা সারসংক্ষেপ চেয়েছিল কিন্তু আপাতত নভেম্বরে এই ছবির রিলিজ নিয়ে ব্যস্ত থাকব। তাই এখনই কিছু ভাবা কঠিন।’ তাহলে কি জাপানে ছবি করা হবে না তাঁর? ‘আগামী ২ বছর পর্যন্ত এই অফারটা থাকবে। আসলে জাপানে ছবি করতে হলে ভাষাটা একটা বড় সমস্যা। তবে ওঁরা বলেছেন ভারতীয় ভাবনায় ছবি করলেও আমাকে স্বাগত জানানো হবে। দোস্তজি মুক্তির পর ওদেশে গিয়ে এক মাসের রেইকি করার প্রস্তাবও দিয়েছেন। শর্ত একটাই। ৭০ শতাংশ শ্যুটিং জাপানে করতে হবে। দেখা যাক’, আশা জিইয়ে রেখে বলছেন পরিচালক। উল্লেখ্য, ‘দোস্তজি’ এদেশে মুক্তি পাচ্ছে ১১ নভেম্বর।