দেবকর্মে অমনোযোগিতা ও বাধা। আইনজীবীদের কর্মোন্নতি ও উপার্জন বৃদ্ধি। স্বাস্থ্য চলনসই থাকবে। ... বিশদ
সঞ্জয়ের বোন প্রিয়া দত্ত তাঁর বাবার অনেকগুলো ছবি নিয়ে একটি কোলাজ তৈরি করেছেন। সেই কোলাজে সঞ্জয় ছাড়াও রয়েছেন প্রিয়ার মা নার্গিস। প্রিয়া লিখেছেন, ‘১৭ বছর হয়ে গেল। এই ক’বছরে অনেক কিছু বদলে গেল আমার জীবনে। যে বছর বাবাকে হারালাম সেই বছরই আমার ছেলে হল। জীবন আর মৃত্যু একই সুতোর উপর দাঁড়িয়ে, দুইই জীবনের অঙ্গ।’